ETV Bharat / sitara

কোরোনার চাপে পড়ে 18 বছরের নিয়ম ভাঙলেন অক্ষয় - অক্ষয় কুমারের খবর

কোরোনার চাপে পড়ে 18 বছরের নিয়ম ভাঙতে হল অক্ষয় কুমারকে । 'বেল বটম'-এর শুটিং সামলাতে গিয়ে ডাবল শিফ্ট করতে হল অভিনেতাকে ।

Akshay kumar in bell bottom
Akshay kumar in bell bottom
author img

By

Published : Sep 21, 2020, 2:02 PM IST

মুম্বই : রুটিনে বাঁধা জীবন অক্ষয় কুমারের । পেটানো শরীরটাকে ফিট রাখতে তিনি সময়মতো খাবার খান, সময় মতো ঘুমোন, সময় মতো ওয়ার্কআউট করেন আর সময় মতো শুটিং করেন । কিন্তু, কোরোনার কারণে পিছিয়ে পড়া শুটিং শিডিউল সামলাতে ডাবল শিফ্টে কাজ করতে হল অক্ষয়কে ।

স্কটল্যান্ডে 'বেল বটম'-এর শুটিং চলছে । সেখানে পৌঁছে 14 দিন কোয়ারানটিনে থাকতে হয়েছিল পুরো টিমকে । ফলে অনেকটাই দেরি হয়েছে ছবির শুটিংয়ে । ছবির বাজেটও ধাক্কা খেয়েছে বেশ কিছুটা ।

Akshay kumar in bell bottom
টিম 'বেল বটম'

সেই আর্থিক ক্ষতি কিছুটা সামলাতে গিয়ে ডাবল শিফ্টে কাজ করতে হল অক্ষয়কে । 14 বছর ধরে দিনে 8 ঘণ্টা শুটিং করছেন অভিনেতা, তার বেশি এক মুহূর্তও নয় । তবে কোরোনার প্রকোপে ভাঙতে হল সেই 14 বছরের নিয়ম ।

টিমের অন্য সদস্যদেরও ডাবল শিফ্টে কাজ করার পরামর্শ দিলেন অক্ষয় । আর তাঁর কথা অমান্য করবে এমন কে আছে ইউনিটে ?

মুম্বই : রুটিনে বাঁধা জীবন অক্ষয় কুমারের । পেটানো শরীরটাকে ফিট রাখতে তিনি সময়মতো খাবার খান, সময় মতো ঘুমোন, সময় মতো ওয়ার্কআউট করেন আর সময় মতো শুটিং করেন । কিন্তু, কোরোনার কারণে পিছিয়ে পড়া শুটিং শিডিউল সামলাতে ডাবল শিফ্টে কাজ করতে হল অক্ষয়কে ।

স্কটল্যান্ডে 'বেল বটম'-এর শুটিং চলছে । সেখানে পৌঁছে 14 দিন কোয়ারানটিনে থাকতে হয়েছিল পুরো টিমকে । ফলে অনেকটাই দেরি হয়েছে ছবির শুটিংয়ে । ছবির বাজেটও ধাক্কা খেয়েছে বেশ কিছুটা ।

Akshay kumar in bell bottom
টিম 'বেল বটম'

সেই আর্থিক ক্ষতি কিছুটা সামলাতে গিয়ে ডাবল শিফ্টে কাজ করতে হল অক্ষয়কে । 14 বছর ধরে দিনে 8 ঘণ্টা শুটিং করছেন অভিনেতা, তার বেশি এক মুহূর্তও নয় । তবে কোরোনার প্রকোপে ভাঙতে হল সেই 14 বছরের নিয়ম ।

টিমের অন্য সদস্যদেরও ডাবল শিফ্টে কাজ করার পরামর্শ দিলেন অক্ষয় । আর তাঁর কথা অমান্য করবে এমন কে আছে ইউনিটে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.