ETV Bharat / sitara

অক্ষয়ের 'রক্ষা বন্ধন' - অক্ষয় কুমারের খবর

রাখির দিনে অক্ষয় কুমার দিলেন এক সুখবর । জানা গেল তাঁর এক নতুন ছবির খবর । রাখির দিনেই এই ঘোষণা কেন করলেন অভিনেতা ? কারণ ছবির নাম 'রক্ষা বন্ধন' । এমন ছবির ঘোষণা আজ হবে না তো কবে হবে ?

Akshay kumar raksha bandhan
Akshay kumar raksha bandhan
author img

By

Published : Aug 3, 2020, 1:33 PM IST

মুম্বই : আনন্দ এল.রাইয়ের সঙ্গে জুটিটা বেশ ভালোই হয়েছে অক্ষয় কুমারের । তাঁর 'প্যাডম্যান' ছবিতে অভিনয় করেছেন তিনি । খুব তাড়াতাড়ি শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং । আর এর মধ্যেই এল আরও এক ফিল্মের খবর, ছবির নাম 'রক্ষা বন্ধন' ।

ছবিটির স্ক্রিপ্ট এতটাই ছুঁয়ে গেছে অক্ষয়কে যে, সই করতে এতটুকু দেরি করেননি তিনি । ক্যারিয়ারে এত তাড়াতাড়ি কোনও ফিল্ম করার সিদ্ধান্ত নেননি তিনি । একথা আমরা নয়, স্বয়ং আক্কিই জানালেন আমাদের ।

সোশাল মিডিয়ায় ছবির একটা পোস্টার শেয়ার করেছেন অক্ষয় । চার বোনকে জড়িয়ে রয়েছেন অক্ষয় । সে কি খুশির এক ঝলক তাদের চেহারায়....উপরে লেখা, "শুধু বোনেরাই 100 শতাংশ রিটার্ন দেয় ।"

ছবির মুক্তি 2021 সালের 5 নভেম্বর । দেখে নিন 'রক্ষা বন্ধন'-এর পোস্টার...

মুম্বই : আনন্দ এল.রাইয়ের সঙ্গে জুটিটা বেশ ভালোই হয়েছে অক্ষয় কুমারের । তাঁর 'প্যাডম্যান' ছবিতে অভিনয় করেছেন তিনি । খুব তাড়াতাড়ি শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং । আর এর মধ্যেই এল আরও এক ফিল্মের খবর, ছবির নাম 'রক্ষা বন্ধন' ।

ছবিটির স্ক্রিপ্ট এতটাই ছুঁয়ে গেছে অক্ষয়কে যে, সই করতে এতটুকু দেরি করেননি তিনি । ক্যারিয়ারে এত তাড়াতাড়ি কোনও ফিল্ম করার সিদ্ধান্ত নেননি তিনি । একথা আমরা নয়, স্বয়ং আক্কিই জানালেন আমাদের ।

সোশাল মিডিয়ায় ছবির একটা পোস্টার শেয়ার করেছেন অক্ষয় । চার বোনকে জড়িয়ে রয়েছেন অক্ষয় । সে কি খুশির এক ঝলক তাদের চেহারায়....উপরে লেখা, "শুধু বোনেরাই 100 শতাংশ রিটার্ন দেয় ।"

ছবির মুক্তি 2021 সালের 5 নভেম্বর । দেখে নিন 'রক্ষা বন্ধন'-এর পোস্টার...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.