মুম্বই : একেবারে নতুন ধরনের কনটেন্ট নিয়ে খেলা শুরু করেছে নেটফ্লিক্স । ফিচার আর ডকুমেন্ট্রি তো ছিলই, এবার দুই মিলিয়ে ডকু-ফিচারে মন দিল এই বিখ্যাত OTT প্ল্যাটফর্ম । আর সেই ধরনের একটি কাজ 'AK vs AK' ।
কিছুটা বাস্তব, কিছুটা কল্পনা মিশিয়ে তৈরি হয়েছে 'AK vs AK' । কাস্টিংও ভারি অদ্ভুত । একজন AK অনিল কাপুর আর অন্য AK অনুরাগ কাশ্যপ । নামের মিল থাকলেও এই দুই মানুষ সম্পূর্ণ আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা । তাঁদের ফিল্মের ভাষাও আলাদা ।
আর এই বৈপরীত্যকেই তুলে ধরে 'AK vs AK' । অনিলকে রিয়েলিস্টিক ছবির হিরো বানিয়ে তুলতে মরিয়া অনুরাগ । তাই তিনি এমন এক স্ক্রিপ্ট তৈরি করেছেন, যেখানে পুরোটা বাস্তব ।
অনিলের মেয়ে সোনম সেখানে কিডন্যাপড । না, সাজানো নয়, সত্যিই তাকে কিডন্যাপ করান সিনেমার অনুরাগ । আর মেয়েকে বাঁচাতে শুরু অনিলের লড়াই । এটাই অনুরাগের রিয়েলিস্টিক সিনেমা, যেখানে প্রতিটা অনুভূতি সত্যি, প্রতিটা চোখের জল সত্যি ।
এমনই এক রোমাঞ্চকর এবং একইসঙ্গে মজাদার স্ক্রিপ্ট নিয়ে আসছে 'AK vs AK' । মুক্তি পেল ছবির ট্রেলার । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">