মুম্বই : অজয় দেবগনের পরবর্তী ছবি 'ময়দান' । 3 নভেম্বর থেকে এই ছবির পরবর্তী শুটিং শুরু হবে কলকাতায় । তরুণ আদর্শের তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে ।
-
Ajay Devgn’s next film #Maidaan - based on the sport #football - wrapped its second schedule in #Mumbai... Next schedule in #Kolkata from 3 Nov 2019... Costars Keerthy Suresh... Directed by Amit Ravindernath Sharma [#BadhaaiHo]. pic.twitter.com/XvJObpt7t3
— taran adarsh (@taran_adarsh) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ajay Devgn’s next film #Maidaan - based on the sport #football - wrapped its second schedule in #Mumbai... Next schedule in #Kolkata from 3 Nov 2019... Costars Keerthy Suresh... Directed by Amit Ravindernath Sharma [#BadhaaiHo]. pic.twitter.com/XvJObpt7t3
— taran adarsh (@taran_adarsh) October 11, 2019Ajay Devgn’s next film #Maidaan - based on the sport #football - wrapped its second schedule in #Mumbai... Next schedule in #Kolkata from 3 Nov 2019... Costars Keerthy Suresh... Directed by Amit Ravindernath Sharma [#BadhaaiHo]. pic.twitter.com/XvJObpt7t3
— taran adarsh (@taran_adarsh) October 11, 2019
ভারতীয় ফুটবলের সোনালী দিনগুলিকে তুলে ধরা হয়েছে 'ময়দান'-এ । কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি ।
ছবিতে অজয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কীর্তি সুরেশ । আর এই ছবি দিয়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখবেন তিনি । ছবিতে দেখা যেতে পারে রুদ্রনীল ঘোষকেও । টিম ম্যানেজমেন্ট কমিটির একজন আধিকারিকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে ।
কিছুদিন আগে ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন অজয় দেবগন । তাতে গ্লোবের মধ্যে ফুটবলকে তুলে ধরা হয়েছিল । আর তার চারপাশে ছিল স্টেডিয়াম ।
ছবিটি পরিচালনা করছেন অমিত শর্মা । ছবির প্রথমার্ধের শুটিং হয়েছে মুম্বইতে । মুকেশ মিলের মধ্যে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট করা হয়েছে । শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলস থেকে আনা হয়েছিল স্পোর্টস কোরিওগ্রাফার । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।