ছবির নাম ঘোষণা করে টি-সিরিজ়ের প্রধান ভূষণ কুমার বলেন, "এই সাহসী গল্পটা বলার প্রয়োজন আছে, কারণ আমরা চাই যে আগামী প্রজন্ম সেনা স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের বীরত্বের কথা জানুক। ১৯৭১ সালে কীভাবে ভারতের কাছে জয় এসেছিল।"
ছবির প্রেক্ষাপট ১৯৭১-র ভারত-পাকিস্তান যুদ্ধ। যেখানে উঠে আসবে তৎকালীন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের কথা। ১৯৭১-এর যুদ্ধের সময় গুজরাটে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বায়ুসেনার একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তানের সেনা। স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভূজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয়দের সাহায্য়ে সেই বিমান ঘাঁটি ফের তৈরি করে ফেলেন। স্থানীয়দের বেশিরভাগই ছিল মহিলা। আর তারপর নিজেই হামলা চালান পাক সেনার উপর। যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্ণিকার এই পদক্ষেপ প্রশংসিত হয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি টোটাল ধামাল। যা ইতিমধ্যে বক্স অফিসে ১৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। ছবিতে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর সহ আরও অনেককে দেখা গেছে।