ETV Bharat / sitara

'চাণক্য'-র জন্য ন্যাড়া হবেন অজয় ! - ajay devgn to go bald for neeraj pandey chanakya

অজয় দেবগনের পরবর্তী ইতিহাস নির্ভর ছবি 'চাণক্য'। সেখানে চাণক্যর চরিত্রে অভিনয় করবেন অজয় । আর ওই চরিত্রর জন্য ন্যাড়াও হবেন তিনি ।

h
hf
author img

By

Published : Apr 16, 2020, 9:46 AM IST

মুম্বই : এখন ইতিহাসের দিকেই যেন একটু বেশি ঝুঁকছেন অজয় দেবগন । কিছুদিন আগে মুক্তি পায় তাঁর 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র' ছবিটি । সেখানে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেন তিনি । বক্স অফিসে ভালোই সাফল্য পায় ছবিটি । এখন তাঁর হাতে রয়েছে একাধিক ইতিহাস নির্ভর ছবি । তার মধ্যে 'চাণক্য' অন্যতম । শোনা যাচ্ছে, পরিচালক নীরজ পান্ডের এই ছবির জন্য ন্যাড়া হবেন অজয় ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, "অবশ্যই । আমাদের এই ছবি ইতিহাস নির্ভর । আর সেখানে অজয়কে ঐতিহাসিক চরিত্রর মতো দেখতে লাগবে সেটা খুবই স্বাভাবিক ।"

ছবিতে চাণক্যর চরিত্রে দেখা যাবে অজয়কে । যিনি ছিলেন প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা । প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ-উপদেষ্টা ছিলেন তিনি । দু'বছর ধরে এই ছবির স্ক্রিপ্টের উপর কাজ করেছেন নীরজ । দুটি ইনস্টলমেন্টে দেখানো হবে ছবিটি । অক্টোবর থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল । সেই মতো সব প্রস্তুতিও নিচ্ছিলেন নির্মাতা । কিন্তু, সংক্রমণের জেরে শুটিং শুরু করা সম্ভব হয়নি । আপাতত বন্ধ রয়েছে ছবির প্রস্তুতি । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন পরিচালক । এ প্রসঙ্গে নীরজ বলেন, "এখন আমরা সবাই বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছি । সেখান থেকেই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছি ।"

'চাণক্য' ছাড়াও আরও দুটি ইতিহাস নির্ভর ছবি রয়েছে অজয়ের হাতে । তার মধ্যে 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া' ও 'ময়দান' অন্যতম । 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে ফুটে উঠবে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমি । অন্যদিকে ভারতীয় ফুটবলের সোনালী দিনগুলিকে তুলে ধরা হয়েছে 'ময়দান'-এ । কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি । অজয় দেবগন ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গজরাজ রাও ও বোমান ইরানিকে । আর এই ছবিতে অজয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কীর্তি সুরেশ ।

মুম্বই : এখন ইতিহাসের দিকেই যেন একটু বেশি ঝুঁকছেন অজয় দেবগন । কিছুদিন আগে মুক্তি পায় তাঁর 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র' ছবিটি । সেখানে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেন তিনি । বক্স অফিসে ভালোই সাফল্য পায় ছবিটি । এখন তাঁর হাতে রয়েছে একাধিক ইতিহাস নির্ভর ছবি । তার মধ্যে 'চাণক্য' অন্যতম । শোনা যাচ্ছে, পরিচালক নীরজ পান্ডের এই ছবির জন্য ন্যাড়া হবেন অজয় ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, "অবশ্যই । আমাদের এই ছবি ইতিহাস নির্ভর । আর সেখানে অজয়কে ঐতিহাসিক চরিত্রর মতো দেখতে লাগবে সেটা খুবই স্বাভাবিক ।"

ছবিতে চাণক্যর চরিত্রে দেখা যাবে অজয়কে । যিনি ছিলেন প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা । প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ-উপদেষ্টা ছিলেন তিনি । দু'বছর ধরে এই ছবির স্ক্রিপ্টের উপর কাজ করেছেন নীরজ । দুটি ইনস্টলমেন্টে দেখানো হবে ছবিটি । অক্টোবর থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল । সেই মতো সব প্রস্তুতিও নিচ্ছিলেন নির্মাতা । কিন্তু, সংক্রমণের জেরে শুটিং শুরু করা সম্ভব হয়নি । আপাতত বন্ধ রয়েছে ছবির প্রস্তুতি । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন পরিচালক । এ প্রসঙ্গে নীরজ বলেন, "এখন আমরা সবাই বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছি । সেখান থেকেই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছি ।"

'চাণক্য' ছাড়াও আরও দুটি ইতিহাস নির্ভর ছবি রয়েছে অজয়ের হাতে । তার মধ্যে 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া' ও 'ময়দান' অন্যতম । 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে ফুটে উঠবে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমি । অন্যদিকে ভারতীয় ফুটবলের সোনালী দিনগুলিকে তুলে ধরা হয়েছে 'ময়দান'-এ । কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি । অজয় দেবগন ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গজরাজ রাও ও বোমান ইরানিকে । আর এই ছবিতে অজয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কীর্তি সুরেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.