মুম্বই : লকডাউনের জেরে শুটিং বন্ধ বলিউডে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ালেন অজয় দেবগন । ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়কে (FWICE) 51 লাখ টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন তিনি ।
এ প্রসঙ্গে FWICE-র জেনেরাল সেক্রেটারি অশোক দুবে বলেন, "FWICE-কে 51 লাখ টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন অজয় দেবগন । এই কঠিন সময় ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়াচ্ছেন রোহিত শেট্টি ও অজয়ের মতো মানুষরা । এতে আমি খুবই খুশি । এছাড়া আরও অনেকেই সাহায্য করতে ইচ্ছুক বলে জানিয়েছেন । কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তাঁদের দেওয়া হয়েছে । আশাকরি আরও অনেকেই এই কর্মীদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন ।"
গতকালই FWICE-কে অনুদান দেওয়ার কথা জানিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি । 51 লাখ টাকা অনুদান দেন তিনি । অনুদানের জন্য সোশাল মিডিয়ায় ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানান প্রযোজক অশোক পণ্ডিত । রোহিতের প্রশংসা করেন ফারহা খানও ।
যদিও সবার আগে এই টেকনিশিয়নদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সলমান খান । সাহায্যের জন্য সলমানের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । মোট 25 হাজার কর্মীর পাশে দাঁড়ান ।
দিনের হিসেবে পারিশ্রমিক পান ইন্ডাস্ট্রির এই কর্মীরা । কিন্তু, লকজাউনের জেরে শুটিং বন্ধ থাকায় কাজ নেই তাঁদের হাতে । আর এই পরিস্থিতির মধ্যে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন তাঁরা । এই পরিস্থিতির মধ্যে একাধিক তারকা এভাবে পাশে দাঁড়ালে তাঁদের কিছুটা সাহায্য হবে বলে মনে করছেন অনেকেই ।