মুম্বই, 17 ফেব্রুয়ারি : সিনেমাপ্রেমীদের মনে সেসময় যথেষ্ট সাড়া ফেলেছিল 2015 সালের ছবি 'দৃশ্যম' ৷ তারপর থেকেই জল্পনা চলছিল এর দ্বিতীয় পর্ব নিয়ে ৷ এবার শুরু হল সেই নতুন পর্বের শ্য়ুটিং ৷ আপাতত অজয় দেবগনের সঙ্গে ছবির কাজ শুরু হয়েছে মুম্বইতেই ৷ তবে পরের মাসেই শ্য়ুটিং শুরু হবে গোয়ায় ৷ প্রথম পর্বের প্রায় সাত বছর পর শুরু হল দ্বিতীয় পর্বের কাজ (Drishyam 2 starring Bollywood actor Ajay Devgn has commenced) ৷
এই ছবিতে নিজের কাজ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অজয়ও ৷ অজয় বলেন, "দৃশ্য়ম-কে মানুষ ভালবেসেছিলেন এবং এটা প্রায় একটা কিংবদন্তীতে পরিণত হয়েছে ৷ দৃশ্য়ম-2 এ নতুনভাবে একটি গল্পকে তুলে ধরতে পেরে আমি ভীষণ আনন্দিত ৷ বিজয় এখানে একটি বহুমাত্রিক চরিত্র ৷ তিনি পর্দায় একটি আকর্ষণীয় গল্প তুলে ধরবেন ৷ অভিষেক পাঠক একবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটিকে দেখছেন ৷ আমি তো আগ্রহের সঙ্গে দ্বিতীয় পর্বের জন্য় অপেক্ষা করছি ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: সামনে এল একতা-কঙ্গনার নতুন শো 'লক আপ'-এর ট্রেলার
অন্য়দিকে পরিচালক অভিষেক পাঠক বলেন, "ব্য়বসায়িকভাবে মারাত্মক সফল একটি ছবির রিমেক তৈরি করা যেমন সম্মানের আবার তেমনই চ্য়ালেঞ্জের কাজও বটে ৷ অজয় দেবগনের সঙ্গে কাজ করার সুযোগ, যিনি প্রতিভার একটি পাওয়ার হাউস, যে যেকোনও সৃজনশীল ব্যক্তির মনোবল বাড়ানোর জন্য় একটি বুস্টার ডোজ, তাঁর সঙ্গে কাজ করতে পারা ব্যক্তিগতভাবে আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা ।" ছবিতে অজয় ছাড়াও রয়েছেন, টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত-সহ অন্য়ান্য অভিনেতা-অভিনেত্রীরা ৷