ETV Bharat / sitara

গালওয়ান ভ্যালির ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন অজয় - অজয় দেবগনের নতুন ফিল্ম

লাদাখের গালওয়ান ভ্যালিতে শহিদ ভারতীয় জওয়ানদের নিয়ে ছবি বানাচ্ছেন অজয় দেবগন ।

Ajay Devgn film on Galwan Valley
Ajay Devgn film on Galwan Valley
author img

By

Published : Jul 4, 2020, 12:06 PM IST

মুম্বই : লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনের আক্রমণে শহিদ হয়েছেন কুড়ি জন ভারতীয় জওয়ান । এবার বলিদানের সেই ঘটনা নিয়ে ছবি বানাবেন অজয় দেবগন । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই খবর কনফার্ম করেছেন সোশাল মিডিয়ায় ।

তরণ লিখেছেন, "এটা অফিশিয়াল । গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে ছবি তৈরি করছেন অজয় দেবগন । ছবির নাম এখনও ঠিক হয়নি । চিনা সৈনিকদের সঙ্গে লড়াইয়ে কুড়ি জন ভারতীয় জওয়ানের বলিদান তুলে ধরা হবে এই ছবিতে । "

Ajay Devgn film on Galwan Valley
.

অজয় দেবগনের প্রযোজনায় আসছে ছবিটি । তবে কে কে অভিনয় করবেন সেটা ঠিক হয়নি এখনও ।

তরণ আরও একটি ঘোষণাও করেছেন । অজয় দেবগনের পরবর্তী ফিল্ম 'ময়দান'-এর নতুন মুক্তির দিন সামনে এসেছে । 2021 সালের 13 অগাস্ট মুক্তি পাবে অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত এই ছবিটি ।

অজয় ছাড়াও 'ময়দান'-এ রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ । প্রতীক্ষায় দর্শক ।

Ajay Devgn film on Galwan Valley
.

মুম্বই : লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনের আক্রমণে শহিদ হয়েছেন কুড়ি জন ভারতীয় জওয়ান । এবার বলিদানের সেই ঘটনা নিয়ে ছবি বানাবেন অজয় দেবগন । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই খবর কনফার্ম করেছেন সোশাল মিডিয়ায় ।

তরণ লিখেছেন, "এটা অফিশিয়াল । গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে ছবি তৈরি করছেন অজয় দেবগন । ছবির নাম এখনও ঠিক হয়নি । চিনা সৈনিকদের সঙ্গে লড়াইয়ে কুড়ি জন ভারতীয় জওয়ানের বলিদান তুলে ধরা হবে এই ছবিতে । "

Ajay Devgn film on Galwan Valley
.

অজয় দেবগনের প্রযোজনায় আসছে ছবিটি । তবে কে কে অভিনয় করবেন সেটা ঠিক হয়নি এখনও ।

তরণ আরও একটি ঘোষণাও করেছেন । অজয় দেবগনের পরবর্তী ফিল্ম 'ময়দান'-এর নতুন মুক্তির দিন সামনে এসেছে । 2021 সালের 13 অগাস্ট মুক্তি পাবে অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত এই ছবিটি ।

অজয় ছাড়াও 'ময়দান'-এ রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ । প্রতীক্ষায় দর্শক ।

Ajay Devgn film on Galwan Valley
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.