ETV Bharat / sitara

আগামীকাল থেকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র শুটিং ফ্লোরে দেখা মিলবে অজয়ের - ,সঞ্জয় লীলা বনসালির খবর,

আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগনকে । আগামীকাল থেকেই শুরু হতে চলেছে শুটিং ৷ 22 বছর পর ফের জুটি বাঁধছেন অজয়-সঞ্জয় ৷

Ajay Devgn in Gangubai Kathiawadi
Ajay Devgn in Gangubai Kathiawadi
author img

By

Published : Feb 27, 2021, 10:07 PM IST

মুম্বই : বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগনকে তাৎপর্যপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে ৷ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে শুটিং ৷ দীর্ঘ 22 বছর পর পুনরায় একই প্রোজেক্টে দেখা যাবে অভিনেতা অজয় ও পরিচালক সঞ্জয়লীলা বনসালিকে ৷

ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে এক মাফিয়া কুইনের চরিত্রে । এক বিশাল সেক্স ব়্যাকেটের মালিক তিনি । কেবলমাত্র স্বেচ্ছায় দেহব্যবসায় আসা মহিলাদেরকে নিয়েই গাঙ্গুবাঈ তৈরি করেছিলেন পতিতালয় ৷

ভাগ্যের পরিহাসকে তোয়াক্কা না করে জীবনযুদ্ধে জয়ী হয়েছিলেন গাঙ্গুবাঈ । একজন অতিসাধারণ নারী থেকে হয়ে উঠেছিলেন অনেক অসহায় নারীর আশ্রয়দাত্রী । সেই পুরো কাহিনি ফুটে উঠবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে ।

সুপারহিট ছবি 'হাম দিল দে চুকে সনাম'-এর 22 বছর পর আবার সঞ্জয়লীলা পরিচালিত ছবিতে দেখা যাবে অজয়কে ৷ দর্শকদের যে তাঁদের কাছ থেকে অনেকটা প্রত্য়াশা থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না

মুম্বই : বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগনকে তাৎপর্যপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে ৷ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে শুটিং ৷ দীর্ঘ 22 বছর পর পুনরায় একই প্রোজেক্টে দেখা যাবে অভিনেতা অজয় ও পরিচালক সঞ্জয়লীলা বনসালিকে ৷

ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে এক মাফিয়া কুইনের চরিত্রে । এক বিশাল সেক্স ব়্যাকেটের মালিক তিনি । কেবলমাত্র স্বেচ্ছায় দেহব্যবসায় আসা মহিলাদেরকে নিয়েই গাঙ্গুবাঈ তৈরি করেছিলেন পতিতালয় ৷

ভাগ্যের পরিহাসকে তোয়াক্কা না করে জীবনযুদ্ধে জয়ী হয়েছিলেন গাঙ্গুবাঈ । একজন অতিসাধারণ নারী থেকে হয়ে উঠেছিলেন অনেক অসহায় নারীর আশ্রয়দাত্রী । সেই পুরো কাহিনি ফুটে উঠবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে ।

সুপারহিট ছবি 'হাম দিল দে চুকে সনাম'-এর 22 বছর পর আবার সঞ্জয়লীলা পরিচালিত ছবিতে দেখা যাবে অজয়কে ৷ দর্শকদের যে তাঁদের কাছ থেকে অনেকটা প্রত্য়াশা থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.