ETV Bharat / sitara

'তনহাজি' প্রোমোট করতে কপিলকে ঘুষ দিচ্ছেন অজয়? ভিডিয়ো ভাইরাল - কপিল শর্মার খবর

2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে অজয় দেবগনের 'তনহজি'। তার আগে এই ছবি প্রোমোট করার জন্য কপিল শর্মাকে ঘুঁষ দিচ্ছেন অজয়?

Ajay Debgn bribes Kapil Sharma
Ajay Debgn bribes Kapil Sharma
author img

By

Published : Dec 16, 2019, 8:13 AM IST

মুম্বই : যে কোনও ছবি প্রোমোট করানোর জন্য কপিল শর্মার কমেডি শো খুবই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। বলিউডের প্রায় সমস্ত বড় ছবিই মুক্তির আগে এই শোয়ে একবার করে ঢুঁ মারে। কিন্তু, ব্যাকস্টেজে আলাদা করে কপিলকে ছবি প্রোমোশনের জন্য ঘুঁষ দিচ্ছেন তারকা? না, এই ঘটনা খুব একটা দেখা যায়নি।

দেখা গেল অজয় দেবগনের ক্ষেত্রে। তবে পুরোটাই মজার ছলে। অজয় আর কপিল মিলে এক মজাদার টিকটক ভিডিয়ো তৈরি করেছেন। সেখানে প্রথমে কপিলকে দেখা যাচ্ছে 'তানহাজি' নিয়ে ভালো ভালো কথা বলতে। তিনি সবাইকে এই ছবি দেখার পরামর্শ দিচ্ছেন আর মন ভরে ছবির প্রশংসা করছেন।

তার পরের অংশে অজয়কে ফ্রেমে দেখা যাচ্ছে। তিনি এগিয়ে এসে ক্যামেরা বন্ধ করতে বলছেন আর কপিলের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। কিন্তু, মাত্র 1200 টাকায় মন ভরছে না কপিলের। তিনি আরও বেশি টাকা চাইছেন। অজয় পকেটে হাত ঢুকিয়েও আর টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছেন ফ্রেম থেকে।

মজার এই ভিডিয়োয় ক্যাপশনে কপিল লিখেছেন, "দুর্নীতি সর্বত্র।" ভিডিয়োটি ভাইরাল সোশাল মিডিয়ায়। অজয় ও কপিলের সেন্স অফ হিউমরের তারিফ করেছেন নেটিজেনরা। আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

ওম রাউতের পরিচালনায় মুক্তি পাচ্ছে এই ছবি। অজয়ের সঙ্গে এখানে রয়েছেন সইফ আলি খান ও কাজল।

মুম্বই : যে কোনও ছবি প্রোমোট করানোর জন্য কপিল শর্মার কমেডি শো খুবই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। বলিউডের প্রায় সমস্ত বড় ছবিই মুক্তির আগে এই শোয়ে একবার করে ঢুঁ মারে। কিন্তু, ব্যাকস্টেজে আলাদা করে কপিলকে ছবি প্রোমোশনের জন্য ঘুঁষ দিচ্ছেন তারকা? না, এই ঘটনা খুব একটা দেখা যায়নি।

দেখা গেল অজয় দেবগনের ক্ষেত্রে। তবে পুরোটাই মজার ছলে। অজয় আর কপিল মিলে এক মজাদার টিকটক ভিডিয়ো তৈরি করেছেন। সেখানে প্রথমে কপিলকে দেখা যাচ্ছে 'তানহাজি' নিয়ে ভালো ভালো কথা বলতে। তিনি সবাইকে এই ছবি দেখার পরামর্শ দিচ্ছেন আর মন ভরে ছবির প্রশংসা করছেন।

তার পরের অংশে অজয়কে ফ্রেমে দেখা যাচ্ছে। তিনি এগিয়ে এসে ক্যামেরা বন্ধ করতে বলছেন আর কপিলের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। কিন্তু, মাত্র 1200 টাকায় মন ভরছে না কপিলের। তিনি আরও বেশি টাকা চাইছেন। অজয় পকেটে হাত ঢুকিয়েও আর টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছেন ফ্রেম থেকে।

মজার এই ভিডিয়োয় ক্যাপশনে কপিল লিখেছেন, "দুর্নীতি সর্বত্র।" ভিডিয়োটি ভাইরাল সোশাল মিডিয়ায়। অজয় ও কপিলের সেন্স অফ হিউমরের তারিফ করেছেন নেটিজেনরা। আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

ওম রাউতের পরিচালনায় মুক্তি পাচ্ছে এই ছবি। অজয়ের সঙ্গে এখানে রয়েছেন সইফ আলি খান ও কাজল।

Intro:Body:

'তনহাজি' প্রোমোট করতে কপিলকে ঘুঁষ দিচ্ছেন অজয়?



2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে অজয় দেবগনের 'তনহজি'। তার আগে এই ছবি প্রোমোট করার জন্য কপিল শর্মাকে ঘুঁষ দিচ্ছেন অজয়?



মুম্বই : যে কোনও ছবি প্রোমোট করানোর জন্য কপিল শর্মার কমেডি শো খুবই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। বলিউডের প্রায় সমস্ত বড় ছবিই মুক্তির আগে এই শোয়ে একবার করে ঢুঁ মারে। কিন্তু, ব্যাকস্টেজে আলাদা করে কপিলকে ছবি প্রোমোশনের জন্য ঘুঁষ দিচ্ছেন তারকা? না, এই ঘটনা খুব একটা দেখা যায়নি।



দেখা গেল অজয় দেবগনের ক্ষেত্রে। তবে পুরোটাই মজার ছলে। অজয় আর কপিল মিলে এক মজাদার টিকটক ভিডিয়ো তৈরি করেছেন। সেখানে প্রথমে কপিলকে দেখা যাচ্ছে 'তানহাজি' নিয়ে ভালো ভালো কথা বলতে। তিনি সবাইকে এই ছবি দেখার পরামর্শ দিচ্ছেন আর মন ভরে ছবির প্রশংসা করছেন।



তার পরের অংশে অজয়কে ফ্রেমে দেখা যাচ্ছে। তিনি এগিয়ে এসে ক্যামেরা বন্ধ করতে বলছেন আর কপিলের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। কিন্তু, মাত্র 1200 টাকায় মন ভরছে না কপিলের। তিনি আরও বেশি টাকা চাইছেন। অজয় পকেটে হাত ঢুকিয়েও আর টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছেন ফ্রেম থেকে।



মজার এই ভিডিয়োয় ক্যাপশনে কপিল লিখেছেন, "দুর্নীতি সর্বত্র।" ভিডিয়োটি ভাইরাল সোশাল মিডিয়ায়। অজয় ও কপিলের সেন্স অফ হিউমরের তারিফ করেছেন নেটিজেনরা। আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.