ETV Bharat / sitara

'হিরোইন' করিনাকে নয়, প্রথমে অফার করা হয় অন্য় অভিনেত্রীকে...

author img

By

Published : Apr 28, 2020, 5:00 PM IST

'হিরোইন' করিনা কাপুরের ক্যারিয়ারের এক অন্য়তম উজ্জ্বল নক্ষত্র । তবে মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবি প্রথমে অফার করা হয় অন্য় এক প্রথম সারির অভিনেত্রীকে । কে জানেন ?

Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine
Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine

মুম্বই : ঐশ্বরিয়া রাই বচ্চন তখন প্রেগনেন্ট । কিন্তু নিজের প্রেগনেন্সির খবর লুকিয়ে 'হিরোইন' ছবিটি সাইন করেন তিনি । হ্যাঁ, করিনা নয়, ঐশ্বরিয়ার কাছেই গেছিল এই ছবির প্রথম অফার । কিন্তু, প্রেগনেন্ট থাকার জন্যই নির্মাতারা রিপ্লেস করেন তাঁকে । পরিচালক মধুর নিজের ব্লগে জানালেন এই খবর ।

এক সুদীর্ঘ পোস্টে মধুর লিখেছেন. "আজ আমি আমার অফিসে বসে 'হিরোইন' দেখছি । আর আমার বিবেক সম্পূর্ণ মুক্ত, কারণ আমি আমার কাজের সঙ্গে কোনওরকম বেইমানি করিনি । 11-12 বছর ধরে যে প্রোজেক্টের পিছনে আমি রক্ত জল করেছি, সেই প্রোজেক্ট আমি কোনওভাবেই নষ্ট করতে পারতাম না ।"

Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine
ঐশ্বরিয়া..

একটা বিশাল ক্যানভাসে তৈরি 'হিরোইন' । প্রায় 40 টি লোকেশনে শুটিং করা হয়েছে, নেওয়া হয়েছে বিশাল সংখ্যক জুনিয়র আর্টিস্ট । এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে হিরোইনকে রীতিমতো শারীরিক কসরতের মধ্যে দিয়ে যেতে হয়েছে , মদ্য়পান করতে হয়েছে, ধূমপান করতে হয়েছে, কিছু অ্যাডাল্ট দৃশ্যও রয়েছে সেখানে । সেই অবস্থায় প্রেগনেন্ট ঐশ্বরিয়াকে নিয়ে কাজের ক্ষতি হত, অভিনেত্রীর ক্ষতি হত । সব মিলিয়ে তাঁকে রিপ্লেস করার সিদ্ধান্ত নেওয়া হয়, জানিয়েছেন মধুর ।

Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine
ছবি সৌজন্যে ইউটিউব

যদিও সেই সময় ঐশ্বরিয়া এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া জানাননি । তবে অমিতাভ বচ্চন নির্মাতাদের বিরুদ্ধে গলা তুলেছিলেন ।

মুম্বই : ঐশ্বরিয়া রাই বচ্চন তখন প্রেগনেন্ট । কিন্তু নিজের প্রেগনেন্সির খবর লুকিয়ে 'হিরোইন' ছবিটি সাইন করেন তিনি । হ্যাঁ, করিনা নয়, ঐশ্বরিয়ার কাছেই গেছিল এই ছবির প্রথম অফার । কিন্তু, প্রেগনেন্ট থাকার জন্যই নির্মাতারা রিপ্লেস করেন তাঁকে । পরিচালক মধুর নিজের ব্লগে জানালেন এই খবর ।

এক সুদীর্ঘ পোস্টে মধুর লিখেছেন. "আজ আমি আমার অফিসে বসে 'হিরোইন' দেখছি । আর আমার বিবেক সম্পূর্ণ মুক্ত, কারণ আমি আমার কাজের সঙ্গে কোনওরকম বেইমানি করিনি । 11-12 বছর ধরে যে প্রোজেক্টের পিছনে আমি রক্ত জল করেছি, সেই প্রোজেক্ট আমি কোনওভাবেই নষ্ট করতে পারতাম না ।"

Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine
ঐশ্বরিয়া..

একটা বিশাল ক্যানভাসে তৈরি 'হিরোইন' । প্রায় 40 টি লোকেশনে শুটিং করা হয়েছে, নেওয়া হয়েছে বিশাল সংখ্যক জুনিয়র আর্টিস্ট । এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে হিরোইনকে রীতিমতো শারীরিক কসরতের মধ্যে দিয়ে যেতে হয়েছে , মদ্য়পান করতে হয়েছে, ধূমপান করতে হয়েছে, কিছু অ্যাডাল্ট দৃশ্যও রয়েছে সেখানে । সেই অবস্থায় প্রেগনেন্ট ঐশ্বরিয়াকে নিয়ে কাজের ক্ষতি হত, অভিনেত্রীর ক্ষতি হত । সব মিলিয়ে তাঁকে রিপ্লেস করার সিদ্ধান্ত নেওয়া হয়, জানিয়েছেন মধুর ।

Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine
ছবি সৌজন্যে ইউটিউব

যদিও সেই সময় ঐশ্বরিয়া এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া জানাননি । তবে অমিতাভ বচ্চন নির্মাতাদের বিরুদ্ধে গলা তুলেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.