মুম্বই : দীপাবলি উপলক্ষ্যে বাড়িতে পার্টি রেখেছিলেন অভিষেক বচ্চন । অতিথি অভ্যর্থনা থেকে শুরু করে সবই করেন তাঁরা । আর দীপাবলি মিটতেই স্ত্রী ঐশ্বর্য রাই ও মেয়ে আরাধ্যাকে নিয়ে রোমে পাড়ি দেন তিনি । আগামীকাল ঐশ্বর্যর জন্মদিন । ওইদিনটা তিনজনে মিলে সেখানেই কাটাবেন বলে ঠিক করেছেন ।
আগামীকাল 46-এ পা দেবেন ঐশ্বর্য । আর তাঁর জন্মদিনে স্পেশাল কিছু হবে না এটা কখনও হয় ? দীপাবলি শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে রোমে পাড়ি দেন তাঁরা । এছাড়া 20 বছর ধরে একটি সুইস ওয়াচ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ঐশ্বর্য । 30 অক্টোবর ওই ব্র্যান্ডের একটি ইভেন্ট ছিল । তাতে যোগ দিতেই মূলত রোমে যান তিনি । আর তখনই অভিষেক প্ল্যান করেন যে স্ত্রীয়ের জন্মদিন তাহলে রোমেই পালন করবেন । তার জন্য এক সপ্তাহ কাজ থেকে ছুটিও নিয়েছেন তিনি । জন্মদিন পালনের পাশাপাশি ভ্যাটিকান সিটিতেও ঘুরবেন বলে জানা গেছে ।
জানা গেছে, শুধুমাত্র অভিষেকই নন । সুইস ওয়াচ ব্র্যান্ডের তরফেও ঐশ্বর্যর জন্মদিন পালন করা হবে । যেখানে অভিষেক ও আরাধ্যা দু'জনেই থাকবেন । আর তারপরই রোম ও ভ্যাটিকান সিটি ঘুরতে বেরিয়ে পড়বেন তাঁরা ।
আজ রাত থেকেই শুরু হয়ে যাবে বার্থ'ডে সেলিব্রেশন । গতবছর 31 তারিখ মুম্বইতে ঐশ্বর্যর জন্য একটি সারপ্রাইজ় পার্টির আয়োজন করা হয়েছিল । পার্টির পর গোয়ার পাড়ি দিয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা ।
কাজের দিক থেকে মনি রত্নমের ছবি 'পন্নিইন সেলভান'-এ দেখা যাবে ঐশ্বর্যকে । ওই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন তিনি ।