ETV Bharat / sitara

সিদ্ধান্তে আসতে আইনি দিক খতিয়ে দেখতে হবে, সুশান্তের মৃত্যুতে জানাল AIIMS - সুশান্তের ফরেনসিক রিপোর্ট

AIIMS-এর ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান সুধীর গুপ্তা বলেন, ’’সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় AIIMS ও CBI একসঙ্গে একাধিক বিষয় খতিয়ে দেখছে ৷ তবে আরও আলোচনার প্রয়োজন রয়েছে । যথাসময়ে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আসার জন্য কিছু আইনি দিক খতিয়ে দেখার দরকার রয়েছে । ’’

Forensic chief on report of Sushant death
Forensic chief on report of Sushant death
author img

By

Published : Sep 29, 2020, 11:16 AM IST

দিল্লি , 29 সেপ্টেম্বর : একটা যুক্তিযুক্ত সিদ্ধান্তে আসতে গেলে কিছু আইনি বিষয় খতিয়ে দেখার দরকার আছে ৷ সুশান্তের ভিসেরা ও ফরেনসিক রিপোর্ট নিয়ে একথা জানালেন AIIMS-এর ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান সুধীর গুপ্তা ৷

তিনি বলেন, ’’সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় AIIMS ও CBI একসঙ্গে একাধিক বিষয় খতিয়ে দেখছে ৷ তবে আরও আলোচনার প্রয়োজন রয়েছে । যথাসময়ে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আসার জন্য কিছু আইনি দিক খতিয়ে দেখার দরকার রয়েছে । তবে এটি সম্পূর্ণ চূড়ান্ত হবে ৷ ’’

প্রসঙ্গত 7 সেপ্টেম্বর সুশান্তের ভিসেরা পরীক্ষা হয়েছিল ৷ এদিকে ফরেনসিক পরীক্ষা এবং আরও তদন্তের জন্য AIIMS-এর তিন সদস্যের দলকে সুশান্তের মুম্বইয়ের বাড়িতে নিয়ে গিয়েছিল CBI ৷

14 জুন বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। পরে সুপ্রিম কোর্ট ঘটনার তদন্তভার তুলে দেয় CBI-এর হাতে ৷ যদিও অভিযোগ উঠছে CBI সুশান্তের মৃত্যুর তদন্ত ঠিকমতো করছে না ৷ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিলেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । 25 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ সিং বলেছিলেন, "কেন গোটা বলিউডকেই ডেকে পাঠানো হচ্ছে ? আর যাঁদের ডাকা হচ্ছে তাঁদের কারও থেকেই কিছু উদ্ধার করা হয়নি । সুশান্ত সিং রাজপুতের পরিবার মনে করছে যে তদন্তটা অন্য দিশায় চলে যাচ্ছে । মাদক মামলার উপরই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

সুশান্তের মৃত্যুর গতিপ্রকৃতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি CBI-এর তরফে । এর প্রেক্ষিতে বিকাশ সিং বলেছিলেন, "আমরা অসহায় । জানি না কোন দিশায় এগোচ্ছে মামলাটা । আজ পর্যন্ত CBI একটা সাংবাদিক বৈঠক করল না এই ঘটনাকে কেন্দ্র করে । তদন্তের গতি আমার মোটেই ভালো লাগছে না ।" যদিও গতকাল একটি প্রেস বিবৃতি জারি করে CBI ৷ সেখানে জানানো হয় , "পেশাদারিত্বের সঙ্গেই CBI সুশান্তের মৃত্যুর তদন্ত করছে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কোনও সম্ভাবনাই খারিজ করা হয়নি । তদন্ত জারি আছে ।" এরপরই ফরেনসিক রিপোর্ট নিয়ে মুখ খুলল AIIMS ৷

দিল্লি , 29 সেপ্টেম্বর : একটা যুক্তিযুক্ত সিদ্ধান্তে আসতে গেলে কিছু আইনি বিষয় খতিয়ে দেখার দরকার আছে ৷ সুশান্তের ভিসেরা ও ফরেনসিক রিপোর্ট নিয়ে একথা জানালেন AIIMS-এর ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান সুধীর গুপ্তা ৷

তিনি বলেন, ’’সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় AIIMS ও CBI একসঙ্গে একাধিক বিষয় খতিয়ে দেখছে ৷ তবে আরও আলোচনার প্রয়োজন রয়েছে । যথাসময়ে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আসার জন্য কিছু আইনি দিক খতিয়ে দেখার দরকার রয়েছে । তবে এটি সম্পূর্ণ চূড়ান্ত হবে ৷ ’’

প্রসঙ্গত 7 সেপ্টেম্বর সুশান্তের ভিসেরা পরীক্ষা হয়েছিল ৷ এদিকে ফরেনসিক পরীক্ষা এবং আরও তদন্তের জন্য AIIMS-এর তিন সদস্যের দলকে সুশান্তের মুম্বইয়ের বাড়িতে নিয়ে গিয়েছিল CBI ৷

14 জুন বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। পরে সুপ্রিম কোর্ট ঘটনার তদন্তভার তুলে দেয় CBI-এর হাতে ৷ যদিও অভিযোগ উঠছে CBI সুশান্তের মৃত্যুর তদন্ত ঠিকমতো করছে না ৷ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিলেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । 25 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ সিং বলেছিলেন, "কেন গোটা বলিউডকেই ডেকে পাঠানো হচ্ছে ? আর যাঁদের ডাকা হচ্ছে তাঁদের কারও থেকেই কিছু উদ্ধার করা হয়নি । সুশান্ত সিং রাজপুতের পরিবার মনে করছে যে তদন্তটা অন্য দিশায় চলে যাচ্ছে । মাদক মামলার উপরই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

সুশান্তের মৃত্যুর গতিপ্রকৃতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি CBI-এর তরফে । এর প্রেক্ষিতে বিকাশ সিং বলেছিলেন, "আমরা অসহায় । জানি না কোন দিশায় এগোচ্ছে মামলাটা । আজ পর্যন্ত CBI একটা সাংবাদিক বৈঠক করল না এই ঘটনাকে কেন্দ্র করে । তদন্তের গতি আমার মোটেই ভালো লাগছে না ।" যদিও গতকাল একটি প্রেস বিবৃতি জারি করে CBI ৷ সেখানে জানানো হয় , "পেশাদারিত্বের সঙ্গেই CBI সুশান্তের মৃত্যুর তদন্ত করছে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কোনও সম্ভাবনাই খারিজ করা হয়নি । তদন্ত জারি আছে ।" এরপরই ফরেনসিক রিপোর্ট নিয়ে মুখ খুলল AIIMS ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.