নিউ দিল্লি : AICWA অর্থাৎ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার'স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি লেখা হল নরেন্দ্র মোদিকে। পাকিস্তানি শিল্পীদের সম্পূর্ণ বয়কট না করলে তাঁরা কোনও কাজ করবেন না, জানানো হল চিঠিতে।
ANI-র তরফ থেকে পাওয়া গেল সেই চিঠির কপি। সেখানে শুরুতেই লেখা রয়েছে, "পাকিস্তান সরকারের পক্ষ থেকে ব্যান করা হয়েছে ভারতীয় ছবিকে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে AICWA সব ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবেদন করছে, যেন তারা পাকিস্তানি শিল্পী, সংগীতজ্ঞ ও কূটনীতিকদের সঙ্গে সমস্ত সংযোগ ত্য়াগ করে।"
চিঠির শেষে AICWA-র সতর্কবার্তা, "পাকিস্তানি পরিচালক, শিল্পী ও ট্রেড পার্টনারদের সম্পূর্ণ বয়কট না করলে সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি ও সিনেকর্মীরা কোনও কাজ করবে না।"
"দেশ আগে, এক দেশ, এক স্বপ্ন"- এই স্টেটমেন্ট দিয়ে চিঠি শেষ করেছে AICWA। দেখে নিন সেই চিঠির কপি...