মুম্বই : পাকিস্তানের একটি বিয়েবাড়িতে মিকা সিংকে পারফর্ম করতে দেখা যায় গত সপ্তাহে। সেই পারফর্মেন্সের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তারপরই দেশজুড়ে একটা সমালোচনার বন্যা বয়ে যায় এই পাঞ্জাবী গায়কের বিরুদ্ধে। এবার পথে নামলেন AICWA-র কর্মীরা।
আরও পড়ুন : "গদ্দার"-এর তকমা সরাতে দেশপ্রেমের আশ্রয় মিকার
মিকাকে সম্পূর্ণরূপে বয়কট করার দাবি জানিয়ে এদিন গায়কের বাড়ির সামনে দেশপ্রেমের স্লোগান দিলেন AICWA-র কর্মীরা। 'ভারত মাতা কি জয়', 'দেশ সে বড়া পয়সা নহিঁ', 'Shame অন মিকা সিং, Shame' বা 'Go back to পাকিস্তান'-এর মতো স্লোগানে চারপাশে ভাসিয়ে দিলেন তাঁরা।
ANI-কে এক প্রোটেস্টর বলেন, "8 অগাস্ট মিকা সিং করাচীতে পারফর্ম করেন, এবং পরভেজ মুশারফ স্বয়ং তাঁর নিমন্ত্রণ করেন, যার জন্য কার্গিলের যুদ্ধ হয়েছিল, যার জন্য বহু সৈনিক নিজের জীবন হারিয়েছিলেন।"
আরও পড়ুন : দেশের জন্য ভালো কাজ চালিয়ে যাব : মিকা সিং
এই দেশের থেকে পাওয়া ভালোবাসা কি কম পড়েছিল মিকার জন্য? প্রশ্ন AICWA-র কর্মীদের। তাঁদের দাবি, "মিকা একজন বিশ্বাসঘাতকস, ওর এই দেশে থাকার কোনও অধিকার নেই।"