মুম্বই : কোরোনায় আক্রান্ত হলেন বলিউডের আরও এক তারকা । প্রযোজক করিম মোরানির আরও এক মেয়ে জ়োয়া । এর আগে কোরোনায় আক্রান্ত হন তাঁর এক মেয়ে শাজ়া ।
কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর । গতকালই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । আর তারপরই সামনে আসে 'চেন্নাই এক্সপ্রেস'-এর প্রযোজক করিম মোরানির মেয়ে শাজ়ার কোরোনায় আক্রান্ত হওয়ার খবর ।
গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরপর তাঁদের দু'জনকেই মুম্বইয়ে নানাবতী হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই আইসোলেশনে ছিলেন তাঁরা । এদিকে আজ স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় কোরোনায় আক্রান্ত হয়েছেন জ়োয়াও । এরপর তাঁকে নানাবতী হাসপাতাল থেকে সরিয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় । এখন সেখানেই চিকিৎসাধীন তিনি ।
দুই বোন কোরোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের বাকি সদস্যদেরও বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে । প্রশাসনের তরফেই বাড়িতে গিয়ে করিম সহ পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । এমনকী, বাড়ির পরিচারিকাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে ।
তবে জুহুর মতো অভিজাত এলাকায় বাস করেন বলিউডের একাধিক তারকা । ফলে শাজ়া ও জ়োয়ার খবর প্রকাশ্যে আসার পরই চিন্তার ভাঁজ পড়েছে একাধিক তারকার কপালে ।