মুম্বই : পিছু ছাড়ব ছাড়ব করেও ছাড়ছে না কোরোনা । দাপট অনেকটা কমলেও, অস্তিত্ব মোছেনি এই জীবাণুর । কোরোনায় আক্রান্ত হলেন পরিচালক সঞ্জয়লীলা বনসালী ।
শোনা যাচ্ছে, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র শুটিং করতে গিয়েই এই জীবাণুর সংস্পর্শে এসেছেন সঞ্জয় । ফলে স্বাভাবিকভাবেই কোরোনা পরীক্ষা করানো হয়েছে ছবির হিরোইন আলিয়া ভাটের । তবে তাঁর রিপোর্ট আসেনি এখনও ।
একদিকে বয়ফ্রেন্ড রণবীর কাপুর, অন্যদিকে ছবির পরিচালক সঞ্জয়লীলা দু'জনেই কোরোনা আক্রান্ত । তাই নিজের রিপোর্ট নিয়ে বেশ চাপে রয়েছেন আলিয়া । আপাতত সঞ্জয়ের সঙ্গে তাঁরই অফিসে কোয়ারানটিনে রয়েছেন অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এদিকে রণবীর নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন । তাঁর মা নীতু কাপুর জানিয়েছেন যে, চিকিৎসা শুরু হয়ে গেছে এবং রণবীর সুস্থই আছেন ।