ETV Bharat / sitara

শাজ়ার রিপোর্ট নেগেটিভ, কিছুটা স্বস্তি মোরানি পরিবারে - karim morani other daughter zoa morani

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন শাজ়া । গতকাল তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর ।

SD
SD
author img

By

Published : Apr 10, 2020, 1:11 PM IST

মুম্বই : অবশেষে কিছুটা হলেও স্বস্তির পেল মোরানি পরিবার । কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হন শাজ়া মোরানি । হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর । এতে খুশি পরিবারের সদস্যরা ।

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর । কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । ঠিক সেইদিনই 'চেন্নাই এক্সপ্রেস'-এর প্রযোজক করিম মোরানির মেয়ে শাজ়ার কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় নানাবতী হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি ।

এর মাঝে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল । কিন্তু, পজ়িটিভ এসেছিল রিপোর্ট । তারপর গতকাল ফের তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । সূত্রের খবর, আজ সেই রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ ফের আরও একটি পরীক্ষা করা হবে । সেখানেও যদি রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে । যদিও তারপরও বাড়িতে আইসোলেশনে থাকবেন তিনি ।

গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তার কিছুদিন পর কোরোনায় আক্রান্ত হন করিম মোরানিও । তবে জ়োয়া বা করিমের রিপোর্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।

মুম্বই : অবশেষে কিছুটা হলেও স্বস্তির পেল মোরানি পরিবার । কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হন শাজ়া মোরানি । হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর । এতে খুশি পরিবারের সদস্যরা ।

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর । কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । ঠিক সেইদিনই 'চেন্নাই এক্সপ্রেস'-এর প্রযোজক করিম মোরানির মেয়ে শাজ়ার কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় নানাবতী হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি ।

এর মাঝে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল । কিন্তু, পজ়িটিভ এসেছিল রিপোর্ট । তারপর গতকাল ফের তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । সূত্রের খবর, আজ সেই রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ ফের আরও একটি পরীক্ষা করা হবে । সেখানেও যদি রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে । যদিও তারপরও বাড়িতে আইসোলেশনে থাকবেন তিনি ।

গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তার কিছুদিন পর কোরোনায় আক্রান্ত হন করিম মোরানিও । তবে জ়োয়া বা করিমের রিপোর্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.