ETV Bharat / sitara

মুম্বইকে এবার 'তালিবান' বলে কটাক্ষ কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

গতকাল ছিল 'পাক অধিকৃত কাশ্মীর' আর আজ হয়ে গেল 'তালিবান' । মুম্বইকে এবার 'তালিবান' বলে কটাক্ষ কঙ্গনা রানাওয়াতের ।

kangana ranaut compares Mumbai to taliban
kangana ranaut compares Mumbai to taliban
author img

By

Published : Sep 4, 2020, 5:11 PM IST

মুম্বই : এখন মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের নিশানায় কঙ্গনা রানাওয়াত । মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলার পর থেকে সোশাল মিডিয়া প্রায় উত্তাল । শিবসেনা, MNS-এর মতো দলের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব খোলাখুলি হুমকি দিচ্ছেন কঙ্গনাকে । তবে তাতে দমার পাত্রী নন অভিনেত্রী । বরং তিনি আরও তীক্ষ্ণ পালটা দিচ্ছেন বিরোধীদের ।

গতকাল মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলেন কঙ্গনা । আজ সেটা হয়ে গেল 'তালিবান' । কিন্তু কেন এই পরিবর্তন ?

এর নেপথ্যে রয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । ANI -কে তিনি বলেন যে, "উনি (কঙ্গনা রানাওয়াত) মুম্বই পুলিশের সঙ্গে যে তুলনা টেনেছেন, তারপর আর মুম্বইতে থাকার অধিকার নেই ওঁর ।"

দেশমুখের এই বক্তব্যের পরই কঙ্গনার পালটা টুইট, "উনি আমার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিতে চাইছেন । একদিনের মধ্যে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' থেকে তালিবানে পরিবর্তিত হয়ে গেল ।"

দেখে নিন কঙ্গনার টুইট...

kangana ranaut compares Mumbai to taliban
কঙ্গনার টুইট...

মুম্বই : এখন মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের নিশানায় কঙ্গনা রানাওয়াত । মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলার পর থেকে সোশাল মিডিয়া প্রায় উত্তাল । শিবসেনা, MNS-এর মতো দলের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব খোলাখুলি হুমকি দিচ্ছেন কঙ্গনাকে । তবে তাতে দমার পাত্রী নন অভিনেত্রী । বরং তিনি আরও তীক্ষ্ণ পালটা দিচ্ছেন বিরোধীদের ।

গতকাল মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলেন কঙ্গনা । আজ সেটা হয়ে গেল 'তালিবান' । কিন্তু কেন এই পরিবর্তন ?

এর নেপথ্যে রয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । ANI -কে তিনি বলেন যে, "উনি (কঙ্গনা রানাওয়াত) মুম্বই পুলিশের সঙ্গে যে তুলনা টেনেছেন, তারপর আর মুম্বইতে থাকার অধিকার নেই ওঁর ।"

দেশমুখের এই বক্তব্যের পরই কঙ্গনার পালটা টুইট, "উনি আমার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিতে চাইছেন । একদিনের মধ্যে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' থেকে তালিবানে পরিবর্তিত হয়ে গেল ।"

দেখে নিন কঙ্গনার টুইট...

kangana ranaut compares Mumbai to taliban
কঙ্গনার টুইট...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.