ETV Bharat / sitara

শুধু ক্যাটরিনাই নন, ভিকির প্রেমে এই অভিনেত্রীও - Priya Bapat

'মনমরজ়িয়াঁ', 'সঞ্জু' বা 'উরি'-র মতো ছবিতে অভিনয় করার পর ভিকি কৌশলের ফ্যান সংখ্যা আকাশ ছুঁচ্ছে। তবে সেই ফ্যানেদের তালিকায় শুধুমাত্র সাধারণ মানুষই নেই। রয়েছেন অনেক তারকাও। ক্যাটরিনা কাইফের ভিকি-প্রীতির কথা তো জানেন সবাই। কিন্তু, সেই তালিকায় যুক্ত হয়েছে আরও এক অভিনেত্রীর নাম। তিনি প্রিয়া বাপট।

ভিকি কৌশল
author img

By

Published : May 14, 2019, 6:19 PM IST

মারাঠী জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট প্রকাশ করেন যে তাঁর ভিকি কৌশলকে হট মনে হয়। ভিকির সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, ভিকির সঙ্গে কাজও করতে চান প্রিয়া।

'মাশান' বা 'লাভ পার স্কোয়ার ফুট' দেখে ভিকির ব্যাপারে খুব উৎসাহী হয়ে উঠেছিলেন তিনি। আর তারপর 'উরি'-র বাঁধভাঙা সাফল্য, ভিকির উচ্চ প্রশংসিত অভিনয়। তবে শুধু অভিনয় নয়, ভিকির স্টাইল আর ব্যক্তিত্বও তাঁকে ভালো লাগার অন্যতম কারণ বলে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

মারাঠী অভিনেত্রী হলেও বলিউডেও কাজ করেছেন প্রিয়া। 'মুন্নাভাই MBBS' আর 'লাগে রহো মুন্নাভাই'-তে অভিনয় করেছেন তিনি।

মারাঠী জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট প্রকাশ করেন যে তাঁর ভিকি কৌশলকে হট মনে হয়। ভিকির সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, ভিকির সঙ্গে কাজও করতে চান প্রিয়া।

'মাশান' বা 'লাভ পার স্কোয়ার ফুট' দেখে ভিকির ব্যাপারে খুব উৎসাহী হয়ে উঠেছিলেন তিনি। আর তারপর 'উরি'-র বাঁধভাঙা সাফল্য, ভিকির উচ্চ প্রশংসিত অভিনয়। তবে শুধু অভিনয় নয়, ভিকির স্টাইল আর ব্যক্তিত্বও তাঁকে ভালো লাগার অন্যতম কারণ বলে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

মারাঠী অভিনেত্রী হলেও বলিউডেও কাজ করেছেন প্রিয়া। 'মুন্নাভাই MBBS' আর 'লাগে রহো মুন্নাভাই'-তে অভিনয় করেছেন তিনি।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.