মুম্বই : দিনকয়েক আগেই আলিয়া জানিয়েছিলেন যে তিনি লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। কারণ, তাঁর কাছে ব্রিটেনের পাসপোর্টও আছে। তাই ভারতে দ্বৈত নাগরিকদের ভোটাধিকার নেই। এই প্রসঙ্গ টেনে এবার আলিয়া ভাট ও সোনি রাজদানকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল।
ঘটনার সূত্রপাত সোনি রাজদানের একটি টুইটকে ঘিরে। তিনি নিজের টুইটে কাশ্মীরি ছেলে জুনেদের প্রসঙ্গ টেনে আনেন। ট্রেনের আসন পাওয়ার বচসায় মারায় যায় সেই ছেলেটি। সোনি তাঁর টুইটে লেখেন, ছেলেটির ধর্মের জন্য তাকে খুন করা হয়েছিল। তবে এই ঘটনায় সোনিকে অনেকেই ট্রোল করেন। ঠিক এই ঘটনার পরই সামনে আসে যে সোনি রাজদান বা আলিয়া ভাট কেউই লোকসভা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আর এই দুই প্রসঙ্গে নিয়েই রঙ্গোলি লেখেন, "এই অভারতীয়রা দেশে থাকবে, ব্যবহার করবে এবং দেশের মানুষকেই হেনস্থা করবে। অসহিষ্ণুতা ছড়াতে মিথ্যে ছড়াবে। সময় এসেছে এদের অ্যাজেন্ডা নিয়ে ভাবার। এবং এদের দ্বারা প্রভাবিত না হওয়ার।"
এর আগে একাধিকবার আলিয়াকে বিভিন্ন বিষয় আক্রমণ করেছেন কঙ্গনা। এবার রোঙ্গলির এই মন্তব্যে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন আলিয়ার অনুরাগীরা। শুধু তাই নয়, তাঁকে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা। কেউ বলছেন, কঙ্গনা আলিয়াকে হিংসা করেন বলেই বারবার আলিয়া ও তাঁর পরিবারকে আক্রমণ করা হচ্ছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলছে, কঙ্গনা কি রণবীরকে ভালোবাসেন? তাই আলিয়ার উপর তাঁর ও তাঁর বোনের এত রাগ!