ETV Bharat / sitara

কোরোনা-মুক্তদের রক্তদানের অনুরোধ আমির ও শাহিদের - aamir khan urge coronavirus survivors

কিছুদিন আগেই কোরোনা-মুক্তদের রক্তদান করতে অনুরোধ করেছিলেন অজয় দেবগন, হৃত্বিক রোশন ও বরুণ ধাওয়ানের মতো তারকারা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন আমির খান ও শাহিদ কাপুরও ।

df
df
author img

By

Published : Apr 22, 2020, 12:57 PM IST

মুম্বই : দেশে প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে ইতিমধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই । কিছুদিন আগেই কোরোনা-মুক্তদের রক্তদান করতে অনুরোধ করেছিলেন অজয় দেবগন, হৃত্বিক রোশন ও বরুণ ধাওয়ানের মতো তারকারা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন আমির খান ও শাহিদ কাপুরও ।

দেশের মধ্যে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । মৃত্যুও হয়েছে অনেকেরই । পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন একাধিক মানুষ । এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের রক্তে তৈরি হয়েছে একটি অ্যান্টিবডি । যা কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম । আর সেই কারণেই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে সেই সব কোরোনা-মুক্তদের রক্তদান করার অনুরোধ করা হয়েছে ।

টুইটারে দুটি পোস্টার শেয়ার করেছেন আমির ও শাহিদ । যেই পোস্টারে লেখা রয়েছে, "যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কিন্তু, এখন সুস্থ হয়ে উঠেছেন তাঁদের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়েছে । যা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করবে । যদি কোরোনা-মুক্তরা রক্তদান করেন তাহলে সেই রক্ত কোরোনা আক্রান্তদের জীবন দান করতে পারবে । পুরোপুরো সুস্থ হওয়ার 4 সপ্তাহ পর প্লাজ়মা দান করতে পারবেন কোরোনা-মুক্তরা ।"

এর আগে কোরোনা-মুক্তদের এই অনুরোধ করেছিলেন অজয় দেবগন, বরুণ ধাওয়ান ও হৃত্বিক রোশন । টুইট করে অজয় দেবগন লেখেন, "কোরোনায় আক্রান্ত হওয়ার পর এখন যদি আপনি সুস্থ হয়ে ওঠেন, তাহলে আপনি এখন কোরোনা যোদ্ধা । আমাদের এখন এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে এই ধরনের যোদ্ধাদেরই প্রয়োজন । আপনার রক্তে এমন গুলি রয়েছে যা ভাইরাসকে মারতে পারে । দয়া করে রক্তদান করুন । যাতে কোরোনা আক্রান্তরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।"

  • If you’ve recovered from COVID19, you are a Corona warrior. We need an army of such warriors to overcome this invisible enemy. Your blood contains the bullets that can kill the virus. Please donate your blood, so others, especially the serious ones can recover. Sign up now🙏

    — Ajay Devgn (@ajaydevgn) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : দেশে প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে ইতিমধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই । কিছুদিন আগেই কোরোনা-মুক্তদের রক্তদান করতে অনুরোধ করেছিলেন অজয় দেবগন, হৃত্বিক রোশন ও বরুণ ধাওয়ানের মতো তারকারা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন আমির খান ও শাহিদ কাপুরও ।

দেশের মধ্যে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । মৃত্যুও হয়েছে অনেকেরই । পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন একাধিক মানুষ । এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের রক্তে তৈরি হয়েছে একটি অ্যান্টিবডি । যা কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম । আর সেই কারণেই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে সেই সব কোরোনা-মুক্তদের রক্তদান করার অনুরোধ করা হয়েছে ।

টুইটারে দুটি পোস্টার শেয়ার করেছেন আমির ও শাহিদ । যেই পোস্টারে লেখা রয়েছে, "যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কিন্তু, এখন সুস্থ হয়ে উঠেছেন তাঁদের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়েছে । যা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করবে । যদি কোরোনা-মুক্তরা রক্তদান করেন তাহলে সেই রক্ত কোরোনা আক্রান্তদের জীবন দান করতে পারবে । পুরোপুরো সুস্থ হওয়ার 4 সপ্তাহ পর প্লাজ়মা দান করতে পারবেন কোরোনা-মুক্তরা ।"

এর আগে কোরোনা-মুক্তদের এই অনুরোধ করেছিলেন অজয় দেবগন, বরুণ ধাওয়ান ও হৃত্বিক রোশন । টুইট করে অজয় দেবগন লেখেন, "কোরোনায় আক্রান্ত হওয়ার পর এখন যদি আপনি সুস্থ হয়ে ওঠেন, তাহলে আপনি এখন কোরোনা যোদ্ধা । আমাদের এখন এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে এই ধরনের যোদ্ধাদেরই প্রয়োজন । আপনার রক্তে এমন গুলি রয়েছে যা ভাইরাসকে মারতে পারে । দয়া করে রক্তদান করুন । যাতে কোরোনা আক্রান্তরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।"

  • If you’ve recovered from COVID19, you are a Corona warrior. We need an army of such warriors to overcome this invisible enemy. Your blood contains the bullets that can kill the virus. Please donate your blood, so others, especially the serious ones can recover. Sign up now🙏

    — Ajay Devgn (@ajaydevgn) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.