ETV Bharat / sitara

প্রকাশ্যেই বিকোচ্ছে ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট, নাম জড়িয়েছে দুই অভিনেতার - exam leaking cartel

ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট নিয়ে চলছে ব্যবসা। আর তাতেই ইঁদুর-বিড়ালের খেলায় মেতেছেন শ্রেয়স তালপড়ে ও আফতাব শিবদাসানি।

শ্রেয়স তালপড়ে ও আফতাব শিবদাসানি
author img

By

Published : May 3, 2019, 12:43 PM IST

মুম্বই : ডাক্তারির জন্য় ৩ লাখ! ইঞ্জিনায়ারিয়ের জন্য ৫! খাবারের মতো রয়েছে মেনু কার্ড। এমনই একটি ব়্য়াকেটের খোঁজ পাওয়া গেছে। আর সেই ব়্য়াকেটের সঙ্গেই জড়িয়ে পড়েছেন অভিনেতা শ্রেয়স তালপড়ে ও আফতাব শিবদাসানি।

না না রিয়েল লাইফে নয়। রিল লাইফে শ্রেয়সকে দেখা যাচ্ছে এই ব়্যাকেটের কান্ডারি হিসেবে। এদিকে আফতাব রয়েছেন পুলিশের ভূমিকায়। ছবির নাম 'সেটারস'। আজ মুক্তি পেয়েছে ছবিটি।

Read More : এবার সীতা, দ্রৌপদী ও রাধার ভূমিকায় আয়ুষ্মান!

ছবির মূল বিষয় ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট কীভাবে প্রকাশ্যে বিক্রি করছে একদল। আর সেই দলকে হাতে না হাতে ধরতে এক পুলিশের গোটা জার্নিকে ছবিতে তুলে ধরা হয়েছে।

Read More : লোকসভা নির্বাচনের রেজাল্টের পরই মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক

ইতিমধ্যে ছবি নিয়ে সমালোচকরা ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন। অন্য়দিকে অনেকদিন পর অভিনয় দেখা গেছে আফতাব শিবদাসানিকে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : ডাক্তারির জন্য় ৩ লাখ! ইঞ্জিনায়ারিয়ের জন্য ৫! খাবারের মতো রয়েছে মেনু কার্ড। এমনই একটি ব়্য়াকেটের খোঁজ পাওয়া গেছে। আর সেই ব়্য়াকেটের সঙ্গেই জড়িয়ে পড়েছেন অভিনেতা শ্রেয়স তালপড়ে ও আফতাব শিবদাসানি।

না না রিয়েল লাইফে নয়। রিল লাইফে শ্রেয়সকে দেখা যাচ্ছে এই ব়্যাকেটের কান্ডারি হিসেবে। এদিকে আফতাব রয়েছেন পুলিশের ভূমিকায়। ছবির নাম 'সেটারস'। আজ মুক্তি পেয়েছে ছবিটি।

Read More : এবার সীতা, দ্রৌপদী ও রাধার ভূমিকায় আয়ুষ্মান!

ছবির মূল বিষয় ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট কীভাবে প্রকাশ্যে বিক্রি করছে একদল। আর সেই দলকে হাতে না হাতে ধরতে এক পুলিশের গোটা জার্নিকে ছবিতে তুলে ধরা হয়েছে।

Read More : লোকসভা নির্বাচনের রেজাল্টের পরই মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক

ইতিমধ্যে ছবি নিয়ে সমালোচকরা ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন। অন্য়দিকে অনেকদিন পর অভিনয় দেখা গেছে আফতাব শিবদাসানিকে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

প্রকাশ্যেই বিকোচ্ছে ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট,



মুম্বই : ডাক্তারির জন্য় ৩ লাখ! ইঞ্জিনায়ারিয়ের জন্য ৫! খাবারের মতো রয়েছে মেনু কার্ড। এমনই একটি ব়্য়াকেটের খোঁজ পাওয়া গেছে। আর সেই ব়্য়াকেটের সঙ্গেই জড়িয়ে পড়েছেন অভিনেতা শ্রেয়স তালপড়ে ও আফতাব শিবদাসানি।



না না রিয়েল লাইফে নয়। রিল লাইফে শ্রেয়সকে দেখা যাচ্ছে এই ব়্যাকেটের কান্ডারি হিসেবে। এদিকে আফতাব রয়েছেন পুলিশের ভূমিকায়। ছবির নাম 'সেটারস'। আজ মুক্তি পেয়েছে ছবিটি।



ছবির মূল বিষয় ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট কীভাবে প্রকাশ্যে বিক্রি করছে একদল। আর সেই দলকে হাতে না হাতে ধরতে এক পুলিশের গোটা জার্নিকে ছবিতে তুলে ধরা হয়েছে।



ইতিমধ্যে ছবি নিয়ে সমালোচকরা ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন। অন্য়দিকে অনেকদিন পর অভিনয় দেখা গেছে আফতাব শিবদাসানিকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.