মুম্বই : ডাক্তারির জন্য় ৩ লাখ! ইঞ্জিনায়ারিয়ের জন্য ৫! খাবারের মতো রয়েছে মেনু কার্ড। এমনই একটি ব়্য়াকেটের খোঁজ পাওয়া গেছে। আর সেই ব়্য়াকেটের সঙ্গেই জড়িয়ে পড়েছেন অভিনেতা শ্রেয়স তালপড়ে ও আফতাব শিবদাসানি।
না না রিয়েল লাইফে নয়। রিল লাইফে শ্রেয়সকে দেখা যাচ্ছে এই ব়্যাকেটের কান্ডারি হিসেবে। এদিকে আফতাব রয়েছেন পুলিশের ভূমিকায়। ছবির নাম 'সেটারস'। আজ মুক্তি পেয়েছে ছবিটি।
Read More : এবার সীতা, দ্রৌপদী ও রাধার ভূমিকায় আয়ুষ্মান!
ছবির মূল বিষয় ডাক্তারি-ইঞ্জিয়ারিংয়ের সিট কীভাবে প্রকাশ্যে বিক্রি করছে একদল। আর সেই দলকে হাতে না হাতে ধরতে এক পুলিশের গোটা জার্নিকে ছবিতে তুলে ধরা হয়েছে।
Read More : লোকসভা নির্বাচনের রেজাল্টের পরই মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক
ইতিমধ্যে ছবি নিয়ে সমালোচকরা ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন। অন্য়দিকে অনেকদিন পর অভিনয় দেখা গেছে আফতাব শিবদাসানিকে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">