ETV Bharat / sitara

আমায় রাজনীতিতে টানবেন না, আমি সংগীতশিল্পী : আদনান সামি - আদনান সামির খবর

"আমি একজন মিউজ়িশিয়ান, আমায় দয়া করে রাজনীতিতে টানবেন না", আদনান সামির পদ্মশ্রী পুরস্কার পাওয়া নিয়ে যারা সমালোচনা করেছেন, তাদের উদ্দেশে এমনটাই বললেন স্বয়ং আদনান ।

Adnan Sami on politics
Adnan Sami on politics
author img

By

Published : Feb 12, 2020, 10:36 PM IST

মুম্বই : পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় আদনান সামির নাম ওঠার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে । প্রথমত মাত্র চার বছর আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান আর দ্বিতীয়ত তাঁর বাবা পাকিস্তানের সেনাবাহিনীতে ছিলেন ও 1999 সালে কার্গিলের যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করেছেন । তবে আদনান এই জাতীয় বিতর্কে পড়তে চান না । কারণ তিনি একজন সংগীতশিল্পী, যিনি রাজনীতির মধ্যে থাকতে চান না ।

সম্প্রতি একটি ইভেন্টে আদনানকে প্রশ্ন করা হয় যে, মুঘলরা ভারতীয় হিন্দুদের উপর যে অত্যাচার করেছেন কোনও এক সময়ে, তার জন্য এখনও ভারতীয় মুসলিমদের দোষ দেওয়া হয়, এই বিষয়টা কীভাবে দেখেন তিনি ? উত্তরে তিনি বলেন, "ইতিহাসের বেস্ট পার্ট হল ওটা অতীত । ভগবান আমাদের চোখ দিয়েছেন সামনের জিনিস দেখার জন্য, পিছনে তাকানোর জন্য নয় ।"

Adnan Sami on politics
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

মজার ছলে আদনান এটাও বলেন, "মুঘল, ব্রিটিশ. মোঙ্গোলিয়ান, অ্যালেকজ়ান্ডার - এদের প্রত্যেকে আজ মৃত । তারা যা করার করে গেছেন । এবার স্বর্গে ওদের নিশ্চিন্তে ঘুমোতে দিন ।"

এরপর তিনি বলেন, "এখন যেটা চলছে সেটা পুরোটাই রাজনীতি । আমি কোনও রাজনীতিবিদ নই । আমি সংগীতশিল্পী । কোনও রাজনীতিবিদকে যেমন আপনি রাগ দরবারী নিয়ে প্রশ্ন করবেন না, তেমন ভাবেই আমায় রাজনীতি নিয়ে প্রশ্ন করবেন না । যাদের সমস্যা হচ্ছে, তারা আমার গান শুনবেন না..আমার কোনও সমস্যা নেই ।"

Adnan Sami on politics
ছবি সৌজন্যে ইনস্টগ্রাম

মুক্তি পেয়েছে আদনান সামির নন-ফিল্ম সিঙ্গল 'তু ইয়াদ আয়া' । সেই গানের লঞ্চ অনুষ্ঠানে এই কথাগুলো বলেন তিনি ।

মুম্বই : পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় আদনান সামির নাম ওঠার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে । প্রথমত মাত্র চার বছর আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান আর দ্বিতীয়ত তাঁর বাবা পাকিস্তানের সেনাবাহিনীতে ছিলেন ও 1999 সালে কার্গিলের যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করেছেন । তবে আদনান এই জাতীয় বিতর্কে পড়তে চান না । কারণ তিনি একজন সংগীতশিল্পী, যিনি রাজনীতির মধ্যে থাকতে চান না ।

সম্প্রতি একটি ইভেন্টে আদনানকে প্রশ্ন করা হয় যে, মুঘলরা ভারতীয় হিন্দুদের উপর যে অত্যাচার করেছেন কোনও এক সময়ে, তার জন্য এখনও ভারতীয় মুসলিমদের দোষ দেওয়া হয়, এই বিষয়টা কীভাবে দেখেন তিনি ? উত্তরে তিনি বলেন, "ইতিহাসের বেস্ট পার্ট হল ওটা অতীত । ভগবান আমাদের চোখ দিয়েছেন সামনের জিনিস দেখার জন্য, পিছনে তাকানোর জন্য নয় ।"

Adnan Sami on politics
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

মজার ছলে আদনান এটাও বলেন, "মুঘল, ব্রিটিশ. মোঙ্গোলিয়ান, অ্যালেকজ়ান্ডার - এদের প্রত্যেকে আজ মৃত । তারা যা করার করে গেছেন । এবার স্বর্গে ওদের নিশ্চিন্তে ঘুমোতে দিন ।"

এরপর তিনি বলেন, "এখন যেটা চলছে সেটা পুরোটাই রাজনীতি । আমি কোনও রাজনীতিবিদ নই । আমি সংগীতশিল্পী । কোনও রাজনীতিবিদকে যেমন আপনি রাগ দরবারী নিয়ে প্রশ্ন করবেন না, তেমন ভাবেই আমায় রাজনীতি নিয়ে প্রশ্ন করবেন না । যাদের সমস্যা হচ্ছে, তারা আমার গান শুনবেন না..আমার কোনও সমস্যা নেই ।"

Adnan Sami on politics
ছবি সৌজন্যে ইনস্টগ্রাম

মুক্তি পেয়েছে আদনান সামির নন-ফিল্ম সিঙ্গল 'তু ইয়াদ আয়া' । সেই গানের লঞ্চ অনুষ্ঠানে এই কথাগুলো বলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.