ETV Bharat / sitara

‘ইটস হ্যাট সিজন’, টুপি দিয়ে নয়া ফটোশ্যুট অভিনেত্রী শামার - actress shama sikander

টুপি নিয়ে ফটোশুটে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কাড়লেন অভিনেত্রী শামা ।

ইটস হ্যাট সিজন" শুধু টুপি দিয়ে নয়া ফটোশুট অভিনেত্রী শামার
ইটস হ্যাট সিজন" শুধু টুপি দিয়ে নয়া ফটোশুট অভিনেত্রী শামার
author img

By

Published : Jun 17, 2021, 12:00 PM IST

Updated : Jun 17, 2021, 12:21 PM IST

মুম্বই, ১৭ জুন: প্রখর রোদ থেকে বাঁচতে অথবা সমুদ্র সৈকতে টুপির আলাদা গুরুত্ব থাকে । তবে এই টুপি নিয়ে নিত্য নতুন কারুকার্য সেলেব মহলে বেশ চোখে পড়ছে । কিছুদিন আগে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী সানি লিওন টুপি নিয়ে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ।

এবার টুপি নিয়ে নিজেকে ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী শামা সিকন্দর । টপলেস শামা । বড় কালো টুপি দিয়ে ঢাকলেন শরীর । ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই নেট জনতাদের চর্চায় শামা । তাঁর ছবি জুড়ে ভক্তদের লাভ রিয়াক্ট আর কমেন্টের বন্যা ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সমুদ্র সৈকতে তাঁর একটি ছবিকে ঘিরে বিতর্কে জড়ান অভিনেত্রী । তবে সমালোচনাকে একপ্রকার তোয়াক্কা না করেই নিজের ছন্দে এগিয়ে গিয়েছেন শামা । হিন্দি টেলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ শামা । একাধিক সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি । তাছাড়াও সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ সেরেছেন অভিনেত্রী ।

মুম্বই, ১৭ জুন: প্রখর রোদ থেকে বাঁচতে অথবা সমুদ্র সৈকতে টুপির আলাদা গুরুত্ব থাকে । তবে এই টুপি নিয়ে নিত্য নতুন কারুকার্য সেলেব মহলে বেশ চোখে পড়ছে । কিছুদিন আগে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী সানি লিওন টুপি নিয়ে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ।

এবার টুপি নিয়ে নিজেকে ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী শামা সিকন্দর । টপলেস শামা । বড় কালো টুপি দিয়ে ঢাকলেন শরীর । ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই নেট জনতাদের চর্চায় শামা । তাঁর ছবি জুড়ে ভক্তদের লাভ রিয়াক্ট আর কমেন্টের বন্যা ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সমুদ্র সৈকতে তাঁর একটি ছবিকে ঘিরে বিতর্কে জড়ান অভিনেত্রী । তবে সমালোচনাকে একপ্রকার তোয়াক্কা না করেই নিজের ছন্দে এগিয়ে গিয়েছেন শামা । হিন্দি টেলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ শামা । একাধিক সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি । তাছাড়াও সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ সেরেছেন অভিনেত্রী ।

Last Updated : Jun 17, 2021, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.