ETV Bharat / sitara

সাতপাকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী পুজা বেদি - bollywood

চলতি বছরেই সাতপাকে বাঁধা পরতে পারেন কবির বেদির মেয়ে অভিনেত্রী পুজা বেদি। সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। পাত্র মানেক কনট্রাকটর। সম্প্রতি সম্পর্কে এসেছেন তাঁরা।

pooja bedi
author img

By

Published : Feb 23, 2019, 3:02 PM IST

সাক্ষাৎকারে পুজা বলেন, "২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি আমার বিচ্ছেদ হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আমি মানেকের সঙ্গে সম্পর্কে আসি। আমার ছেলে-মেয়েরা মানেককে খুব পছন্দ করে। আমাদের দুই পরিবারের মধ্য়ে সম্পর্কও খুব ভালো। মানেক খুব ভালো একজন মানুষ। চলতি বছরেই বিয়ে করতে চলেছি আমরা।"

  • He has literally swept me off my feet... ❤ i accepted Maneck Contractor's proposal whilst sailing in a hot air balloon ❤
    Wish all of you a lifetime of happiness & to always dream of a rainbow at the end of a storm ❤ pic.twitter.com/JGvBSoIc2V

    — Pooja Bedi (@poojabeditweets) February 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য়, প্রথম স্বামী ফারহান ফারনিচারওয়ালার সঙ্গে ২০০৩ সালে বিচ্ছেদ হয় পুজার। পুজা ও ফারহানের সন্তান আলিয়া ও ওমার। আলিয়া বড় পরদায় ডেবিউ করছেন বলেও শোনা যাচ্ছে। আমির খানের বিপরীতে 'জো জিতা ওহি সিকান্দার' উল্লেখযোগ্য় একটি ছবি পুজার। টেলিভিশনেরও চেনা মুখ পুজা। এছাড়াও তিনি একজন কলামনিস্ট।

সাক্ষাৎকারে পুজা বলেন, "২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি আমার বিচ্ছেদ হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আমি মানেকের সঙ্গে সম্পর্কে আসি। আমার ছেলে-মেয়েরা মানেককে খুব পছন্দ করে। আমাদের দুই পরিবারের মধ্য়ে সম্পর্কও খুব ভালো। মানেক খুব ভালো একজন মানুষ। চলতি বছরেই বিয়ে করতে চলেছি আমরা।"

  • He has literally swept me off my feet... ❤ i accepted Maneck Contractor's proposal whilst sailing in a hot air balloon ❤
    Wish all of you a lifetime of happiness & to always dream of a rainbow at the end of a storm ❤ pic.twitter.com/JGvBSoIc2V

    — Pooja Bedi (@poojabeditweets) February 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য়, প্রথম স্বামী ফারহান ফারনিচারওয়ালার সঙ্গে ২০০৩ সালে বিচ্ছেদ হয় পুজার। পুজা ও ফারহানের সন্তান আলিয়া ও ওমার। আলিয়া বড় পরদায় ডেবিউ করছেন বলেও শোনা যাচ্ছে। আমির খানের বিপরীতে 'জো জিতা ওহি সিকান্দার' উল্লেখযোগ্য় একটি ছবি পুজার। টেলিভিশনেরও চেনা মুখ পুজা। এছাড়াও তিনি একজন কলামনিস্ট।

Intro:Body:

চলতি বছরেই সাতপাকে বাঁধা পরতে পারেন কবির বেদির মেয়ে অভিনেত্রী পুজা বেদি। সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। পাত্র মানেক কনট্রাকটর। সম্প্রতি সম্পর্কে এসেছেন তাঁরা।



সাক্ষাৎকারে পুজা বলেন, "২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি আমার বিচ্ছেদ হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আমি মানেকের সঙ্গে সম্পর্কে আসি। আমার ছেলে-মেয়েরা মানেককে খুব পছন্দ করে। আমাদের দুই পরিবারের মধ্য়ে সম্পর্কও খুব ভালো। মানেক খুব ভালো একজন মানুষ। চলতি বছরেই বিয়ে করতে চলেছি আমরা।"



উল্লেখ্য়, প্রথম স্বামী ফারহান ফারনিচারওয়ালার সঙ্গে ২০০৩ সালে বিচ্ছেদ হয় পুজার। পুজা ও ফারহানের সন্তান আলিয়া ও ওমার। আলিয়া বড় পরদায় ডেবিউ করছেন বলেও শোনা যাচ্ছে। আমির খানের বিপরীতে 'জো জিতা ওহি সিকান্দার' উল্লেখযোগ্য় একটি ছবি পুজার। টেলিভিশনেরও চেনা মুখ পুজা। এছাড়াও তিনি একজন কলামনিস্ট।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.