ETV Bharat / sitara

Freida Pinto : 'বেবি শাওয়ার'-এর ছবি পোস্ট ফ্রিডার, অভিনন্দন রিচার - ফ্রেইডা পিন্টো

সামনেই ফ্রিডা অভিনীত ছবি নিডল ইন আ টাইমস্টেক মুক্তি পাওয়ার কথা ৷

Freida Pinto
'বেবি শাওয়ার'-এর ছবি পোস্ট ফ্রেইডার, ভালবাসা জানালেন রিচা
author img

By

Published : Oct 13, 2021, 12:57 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর : সন্তানসম্ভবা স্লামডগ মিলিয়েনেয়ার খ্যাত অভিনেত্রী অভিনেত্রী ফ্রিডা পিন্টো (Freida Pinto) ৷ সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর 'বেবি শাওয়ার'-এর বেশকিছু ছবি ৷ গত জুন মাসেই সোশ্যাল মিডিয়া মারফৎ ফ্রিডা জানিয়েছিলেন, প্রেমিক কোরি ট্যান এবং তাঁর সংসারে নতুন সদস্য আসতে চলেছে ৷ মা হতে চলেছেন তিনি ৷

মঙ্গলবার 'বেবি শাওয়ার'-এর অনুষ্ঠানে গিয়ে সাদা ফ্লোরাল লেন্থ ড্রেসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অভিনেত্রী ৷ ছবিতে ফ্রিডাকে বেশ উজ্জ্বল ও উচ্ছ্বসিত দেখাচ্ছে ৷ ছবিতে তিনি লিখেছেন, "মনে রাখার মতো এরকম একটি বেবি শাওয়ার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বান্ধবীদের ধন্যবাদ ৷ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ৷"

আরও পড়ুন : Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

ফ্রিডার এই ছবি দেখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা ৷ মা ও সন্তানের প্রতি ভালবাসা জানিয়ে তিনি লিখেছেন, "তোমার জন্য আনন্দিত ৷ ভালবাসা পাঠালাম ৷" 2019 থেকেই একসঙ্গে আছেন ফ্রিডা এবং কোরি ৷ কোরি ট্যান পেশায় ফটোগ্রাফার ৷ বলিউডের পাশাপাশি হলিউড থেকেও একাধিক সেলিব্রিটি শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রীকে ৷

সামনেই ফ্রিডা অভিনীত ছবি নিডল ইন আ টাইমস্টেক মুক্তি পাওয়ার কথা ৷ এছাড়াও স্পাই প্রিন্সেস নামক সিরিজেও ব্রিটিশ গুপ্তচর নুর ইনায়াত খান-এর চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তাঁর ৷

হায়দরাবাদ, 13 অক্টোবর : সন্তানসম্ভবা স্লামডগ মিলিয়েনেয়ার খ্যাত অভিনেত্রী অভিনেত্রী ফ্রিডা পিন্টো (Freida Pinto) ৷ সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর 'বেবি শাওয়ার'-এর বেশকিছু ছবি ৷ গত জুন মাসেই সোশ্যাল মিডিয়া মারফৎ ফ্রিডা জানিয়েছিলেন, প্রেমিক কোরি ট্যান এবং তাঁর সংসারে নতুন সদস্য আসতে চলেছে ৷ মা হতে চলেছেন তিনি ৷

মঙ্গলবার 'বেবি শাওয়ার'-এর অনুষ্ঠানে গিয়ে সাদা ফ্লোরাল লেন্থ ড্রেসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অভিনেত্রী ৷ ছবিতে ফ্রিডাকে বেশ উজ্জ্বল ও উচ্ছ্বসিত দেখাচ্ছে ৷ ছবিতে তিনি লিখেছেন, "মনে রাখার মতো এরকম একটি বেবি শাওয়ার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বান্ধবীদের ধন্যবাদ ৷ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ৷"

আরও পড়ুন : Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

ফ্রিডার এই ছবি দেখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা ৷ মা ও সন্তানের প্রতি ভালবাসা জানিয়ে তিনি লিখেছেন, "তোমার জন্য আনন্দিত ৷ ভালবাসা পাঠালাম ৷" 2019 থেকেই একসঙ্গে আছেন ফ্রিডা এবং কোরি ৷ কোরি ট্যান পেশায় ফটোগ্রাফার ৷ বলিউডের পাশাপাশি হলিউড থেকেও একাধিক সেলিব্রিটি শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রীকে ৷

সামনেই ফ্রিডা অভিনীত ছবি নিডল ইন আ টাইমস্টেক মুক্তি পাওয়ার কথা ৷ এছাড়াও স্পাই প্রিন্সেস নামক সিরিজেও ব্রিটিশ গুপ্তচর নুর ইনায়াত খান-এর চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.