ETV Bharat / sitara

প্রাণনাশের হুমকি, পুলিশ প্রোটেকশন বিবেবকে - bollywood

বিতর্ক কাটতে না কাটতে এবার প্রাণনাশের হুমকি বিবেক ওবেরয়কে। পুলিশ মোতায়ন বিবেকের বাড়ির সামনে।

ফোটো সৌজন্য ANI
author img

By

Published : May 23, 2019, 9:15 AM IST

মুম্বই : প্রাণনাশের হুমকি পাওয়ায় বিবেক ওবেরয়কে বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের।

ANI সূত্রে খবর, গতকাল বিবেকের অভিযোগের পর তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। বিতর্কিত টুইটটি টুইটার থেকে মুছে ফেলার পরও তাঁর বিপদ কমেনি। উলটে একাধিক হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরই গতকাল তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়।

বিতর্ক ছড়ায় বিবেকের একটি মিমকে শেয়ার করা ঘিরে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন তিনি। তাতে সলমান, বিবেক ও অভিষেকের সম্পর্কের সঙ্গে নির্বাচনের ফলাফলের তুলনা করা হয়েছিল। সমালোচনা পড়ে তিনি সেই টুইট সরিয়েও দেন।

সোনম কাপুর বিবেককে 'জঘন্য ও ক্লাসলেস' বলে মন্তব্যও করেন। পালটা বিবেক সোনমকে বলেন, "আমি সোনমকে একটাই কথা বলতে চাই, আপনি ভালো মেয়ে। আপনার বাবা অনিলজিকে আমি শ্রদ্ধা করি। তবে আপনি যে এ কথাটা বলেছেন তাতে আমি জবাব দিতে চাই। আমার ব্যক্তিগত মত, আমার পরামর্শও তোমাকে যে সিনেমায় ওভার অ্যাক্টিং কম করুন ও সোশাল মিডিয়ায় কম রিঅ্যাক্ট করুন।"

মুম্বই : প্রাণনাশের হুমকি পাওয়ায় বিবেক ওবেরয়কে বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের।

ANI সূত্রে খবর, গতকাল বিবেকের অভিযোগের পর তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। বিতর্কিত টুইটটি টুইটার থেকে মুছে ফেলার পরও তাঁর বিপদ কমেনি। উলটে একাধিক হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরই গতকাল তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়।

বিতর্ক ছড়ায় বিবেকের একটি মিমকে শেয়ার করা ঘিরে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন তিনি। তাতে সলমান, বিবেক ও অভিষেকের সম্পর্কের সঙ্গে নির্বাচনের ফলাফলের তুলনা করা হয়েছিল। সমালোচনা পড়ে তিনি সেই টুইট সরিয়েও দেন।

সোনম কাপুর বিবেককে 'জঘন্য ও ক্লাসলেস' বলে মন্তব্যও করেন। পালটা বিবেক সোনমকে বলেন, "আমি সোনমকে একটাই কথা বলতে চাই, আপনি ভালো মেয়ে। আপনার বাবা অনিলজিকে আমি শ্রদ্ধা করি। তবে আপনি যে এ কথাটা বলেছেন তাতে আমি জবাব দিতে চাই। আমার ব্যক্তিগত মত, আমার পরামর্শও তোমাকে যে সিনেমায় ওভার অ্যাক্টিং কম করুন ও সোশাল মিডিয়ায় কম রিঅ্যাক্ট করুন।"

Intro:Body:

বিতর্ক কাটতে না কাটতে এবার প্রাণনাশের হুমকি বিবেক ওবেরয়কে। পুলিশ মোতায়ন বিবেকের বাড়ির সামনে।



মুম্বই : প্রাণনাশের হুমকি পাওয়ায় বিবেক ওবেরয়কে বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের।



ANI সূত্রে খবর, গতকাল বিবেকের অভিযোগের পর তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। বিতর্কিত টুইটটি টুইটার থেকে মুছে ফেলার পরও তাঁর বিপদ কমেনি। উলটে একাধিক হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরই গতকাল তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়।



 বিতর্ক ছড়ায় বিবেকের একটি মিমকে শেয়ার করা ঘিরে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন তিনি। তাতে সলমান, বিবেক ও অভিষেকের সম্পর্কের সঙ্গে নির্বাচনের ফলাফলের তুলনা করা হয়েছিল। সমালোচনা পড়ে তিনি সেই টুইট সরিয়েও দেন।



সোনম কাপুর বিবেককে 'জঘন্য ও ক্লাসলেস' বলে মন্তব্যও করেন। পালটা বিবেক সোনমকে বলেন,  "আমি সোনমকে একটাই কথা বলতে চাই, আপনি ভালো মেয়ে। আপনার বাবা অনিলজিকে আমি শ্রদ্ধা করি। তবে আপনি যে এ কথাটা বলেছেন তাতে আমি জবাব দিতে চাই। আমার ব্যক্তিগত মত, আমার পরামর্শও তোমাকে যে সিনেমায় ওভার অ্যাক্টিং কম করুন ও সোশাল মিডিয়ায় কম রিঅ্যাক্ট করুন।"




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.