ETV Bharat / sitara

লাঙল টানছে দুই মেয়ে, কৃষক পরিবারের পাশে সোনু সুদ - coronavirus

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে দেখা যায়, চিত্তুর জেলার এক কৃষকের দুই মেয়ে লাঙল টানছেন ৷ ভিডিয়ো দেখে ওই কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ ৷

Actor Sonu Sood
Actor Sonu Sood
author img

By

Published : Jul 26, 2020, 10:02 PM IST

Updated : Jul 27, 2020, 12:26 AM IST

চিত্তুর (অন্ধ্রপ্রদেশ), 26 জুলাই : লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন ৷ এবার অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ৷ জমিতে লাঙল দেওয়ার জন্য ট্রাক্টর দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ কয়েক ঘণ্টার মধ্যেই ওই কৃষক পরিবারের কাছে পৌঁছে যায় একটি ট্রাক্টর ৷

চিত্তুর জেলার মাদানাপাল্লের বাসিন্দা নাগেশ্বর রাও ৷ দরিদ্র এই কৃষক জমিতে লাঙল দেওয়ার জন্য কোনও বলদ ভাড়া করতে পারেননি ৷ তাই, তাঁর দুই মেয়ে জমিতে লাঙল টানেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় ৷ ভিডিয়োটি দেখে ওই পরিবারের পাশে দাঁড়ান সোনু ৷

টুইট করে তিনি বলেন, "এই কৃষক পরিবারের শুধু একজোড়া বলদ প্রাপ্য নয় ৷ তাদের ট্রাক্টর প্রাপ্য ৷ সেজন্য একটি ট্রাক্টর পাঠাচ্ছি ৷ আজ সন্ধের মধ্যে একটি ট্রাক্টর পৌঁছে যাবে ৷ " কয়েক ঘণ্টার মধ্যে নিজের কথা রাখেন ৷

  • जिसके पास ड्रेस होता है वो सूपर्मैन नहीं होते भाई। 😜 https://t.co/GjfwzGgUxm

    — sonu sood (@SonuSood) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের অন্য গরিব পরিবারের মতোই কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে ওই কৃষক পরিবারের ক্ষতি হয়েছে ৷ তাদের কাছে নগদ টাকা প্রায় নেই ৷ তার উপর খরিফ চাষ শুরু হয়েছে ৷ মেয়েদের দিয়ে লাঙল টানা ছাড়া কোনও পথ ছিল না ৷ কথার কথা নয়, বাস্তবিক সাহায্য পেয়ে সোনুকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কৃষক নাগেশ্বর রাও ৷ অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "সিনেমা দেখে আমি তাঁকে একজন ভিলেন ভেবেছিলাম ৷ কিন্তু, তিনি প্রকৃত হিরো ৷"

Sonu Sood
কৃষকের দুই মেয়ে লাঙল টানছেন

লকডাউনের শুরু থেকে বিভিন্ন সময় সাহায্যে এগিয়ে এসেছেন সোনু সুদ ৷ পঞ্জাবের চিকিৎসকদের 1500 PPE কিট দিয়েছেন । মুম্বইয়ের নিজের হোটেল স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করতে দিয়েছেন তিনি । অসহায়দের খাবার দিয়ে সাহায্য করেছেন ।

চিত্তুর (অন্ধ্রপ্রদেশ), 26 জুলাই : লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন ৷ এবার অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ৷ জমিতে লাঙল দেওয়ার জন্য ট্রাক্টর দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ কয়েক ঘণ্টার মধ্যেই ওই কৃষক পরিবারের কাছে পৌঁছে যায় একটি ট্রাক্টর ৷

চিত্তুর জেলার মাদানাপাল্লের বাসিন্দা নাগেশ্বর রাও ৷ দরিদ্র এই কৃষক জমিতে লাঙল দেওয়ার জন্য কোনও বলদ ভাড়া করতে পারেননি ৷ তাই, তাঁর দুই মেয়ে জমিতে লাঙল টানেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় ৷ ভিডিয়োটি দেখে ওই পরিবারের পাশে দাঁড়ান সোনু ৷

টুইট করে তিনি বলেন, "এই কৃষক পরিবারের শুধু একজোড়া বলদ প্রাপ্য নয় ৷ তাদের ট্রাক্টর প্রাপ্য ৷ সেজন্য একটি ট্রাক্টর পাঠাচ্ছি ৷ আজ সন্ধের মধ্যে একটি ট্রাক্টর পৌঁছে যাবে ৷ " কয়েক ঘণ্টার মধ্যে নিজের কথা রাখেন ৷

  • जिसके पास ड्रेस होता है वो सूपर्मैन नहीं होते भाई। 😜 https://t.co/GjfwzGgUxm

    — sonu sood (@SonuSood) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের অন্য গরিব পরিবারের মতোই কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে ওই কৃষক পরিবারের ক্ষতি হয়েছে ৷ তাদের কাছে নগদ টাকা প্রায় নেই ৷ তার উপর খরিফ চাষ শুরু হয়েছে ৷ মেয়েদের দিয়ে লাঙল টানা ছাড়া কোনও পথ ছিল না ৷ কথার কথা নয়, বাস্তবিক সাহায্য পেয়ে সোনুকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কৃষক নাগেশ্বর রাও ৷ অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "সিনেমা দেখে আমি তাঁকে একজন ভিলেন ভেবেছিলাম ৷ কিন্তু, তিনি প্রকৃত হিরো ৷"

Sonu Sood
কৃষকের দুই মেয়ে লাঙল টানছেন

লকডাউনের শুরু থেকে বিভিন্ন সময় সাহায্যে এগিয়ে এসেছেন সোনু সুদ ৷ পঞ্জাবের চিকিৎসকদের 1500 PPE কিট দিয়েছেন । মুম্বইয়ের নিজের হোটেল স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করতে দিয়েছেন তিনি । অসহায়দের খাবার দিয়ে সাহায্য করেছেন ।

Last Updated : Jul 27, 2020, 12:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.