মুম্বই : ঋষি কাপুর মারা গেছেন এক বছরও হয়নি । তার মধ্যেই কাপুর পরিবারে ফের শোকের ছায়া । 58 বছর বয়সে মারা গেলেন রাজ কাপুরের আর এক পুত্র রাজীব কাপুর ।
ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন । দেওরের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আর.আই.পি" অর্থাৎ রেস্ট ইন পিস ।
1983 সালে 'এক জান হ্যায় হাম' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রাজীব । তবে 'রাম তেরি গঙ্গা মাই'-তে তিনি প্রথববার হিরো হিসেবে অভিনয় করেন । বাবা রাজ কাপুরের পরিচালনায় তৈরি এই ছবি বক্সঅফিসে ব্লকবাস্টার হয় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপর 'আসমান', 'লাভার বয়', 'জ়বরদস্ত'-এর মতো একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন রাজীব । কোনও ছবি হিট হয়েছে তো কোনও ছবি ফ্লপ ।
অভিনয় ছাড়া পরিচালনাতেও হাত দিয়েছেন রাজীব । 'প্রেমগ্রন্থ' ছবি দিয়ে জন্ম ডিরেক্টর রাজীবের । সেই ছবিতে ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিতকে কাস্ট করেছিলেন তিনি ।
এহেন রাজীব কাপুরের মৃত্যুতে শোকের ছায়া কাপুর পরিবার সব বলিউড ইন্ডাস্ট্রিতে । অভিনেতা-পরিচালক রাজীবকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ইটিভি ভারত ।