ETV Bharat / sitara

দাদাসাহেব ফালকে সম্মানের জন্য অমিতাভকে শুভেচ্ছা অভিষেকের - Dadasaheb Phalke Award

দাদাসাহেব ফালকে সম্মানে গতকাল সম্মানিত করা হয় অমিতাভ বচ্চনকে । আর এই সম্মান পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বাবাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অভিষেক ।

sdf
dsf
author img

By

Published : Dec 30, 2019, 9:49 AM IST

মুম্বই : দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হল অমিতাভ বচ্চনকে । গতকাল রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । অনুষ্ঠানে ছিলেন জয়া বচ্চন ও অভিষেক । আর এই সম্মান পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বাবাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অভিষেক ।

অমিতাভের একটি ছবি পোস্ট করেন অভিষেক । তার ক্যাপশনে লেখেন, "আমার অনুপ্রেরণা । আমার হিরো । দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার জন্য বাবা তোমাকে অনেক শুভেচ্ছা । তোমার জন্য আমরা সবাই গর্বিত ।"

অন্যদিকে টুইটারে অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন অমিতাভ । এমনকী, একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে তাঁর হাতে রাষ্ট্রপতির পুরস্কার তুলে দেওয়ার মুহূর্ত রয়েছে ।

24 সেপ্টেম্বর অমিতাভকে এই সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর । 23 ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত 66 তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অমিতাভের হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা ছিল । কিন্তু, জ্বর হওয়ায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে টুইট করে জানিয়ে দেন তিনি । তারপরই 29 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মানে সম্মানিত করা হবে বলে ঘোষণা করা হয় । সেই মতোই গতকাল সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান তাঁর হাতে তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

2009 সালে শেষবার অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিষেক । তারপর এখনও প্রর্যন্ত তঁদের একসঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যায়নি । তবে কাজের দিক থেকে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে অমিতাভের হাতে । তার মধ্যে 'ব্রহ্মাস্ত্র', 'চ্যাহেরে', 'গুলাবোঁ সিতাবোঁ' অন্যতম । 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন । ইমরান হাসমির সঙ্গে অভিনয় করেছেন 'চ্যাহেরে' ছবিতে । এছাড়া 'গুলাবোঁ সিতাবোঁ' ছবিতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানার সঙ্গে ।

মুম্বই : দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হল অমিতাভ বচ্চনকে । গতকাল রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । অনুষ্ঠানে ছিলেন জয়া বচ্চন ও অভিষেক । আর এই সম্মান পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বাবাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অভিষেক ।

অমিতাভের একটি ছবি পোস্ট করেন অভিষেক । তার ক্যাপশনে লেখেন, "আমার অনুপ্রেরণা । আমার হিরো । দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার জন্য বাবা তোমাকে অনেক শুভেচ্ছা । তোমার জন্য আমরা সবাই গর্বিত ।"

অন্যদিকে টুইটারে অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন অমিতাভ । এমনকী, একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে তাঁর হাতে রাষ্ট্রপতির পুরস্কার তুলে দেওয়ার মুহূর্ত রয়েছে ।

24 সেপ্টেম্বর অমিতাভকে এই সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর । 23 ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত 66 তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অমিতাভের হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা ছিল । কিন্তু, জ্বর হওয়ায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে টুইট করে জানিয়ে দেন তিনি । তারপরই 29 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মানে সম্মানিত করা হবে বলে ঘোষণা করা হয় । সেই মতোই গতকাল সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান তাঁর হাতে তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

2009 সালে শেষবার অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিষেক । তারপর এখনও প্রর্যন্ত তঁদের একসঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যায়নি । তবে কাজের দিক থেকে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে অমিতাভের হাতে । তার মধ্যে 'ব্রহ্মাস্ত্র', 'চ্যাহেরে', 'গুলাবোঁ সিতাবোঁ' অন্যতম । 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন । ইমরান হাসমির সঙ্গে অভিনয় করেছেন 'চ্যাহেরে' ছবিতে । এছাড়া 'গুলাবোঁ সিতাবোঁ' ছবিতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানার সঙ্গে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.