ETV Bharat / sitara

জুলাই থেকে শুরু হতে পারে 'দা বিগ বুল'-এর শুটিং - দা বিগ বুল

'দা বিগ বুগ' ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত IANS-কে বলেন, "আমরা জুলাই থেকে ছবির শুটিং শুরু করতে চাইছি । কারণ এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে । সব বিধিনিষেধ মেনেই শুটিং শুরু করব । এছাড়া শুটিংয়ে তারিখ নিয়ে অভিনেতাদের সঙ্গেও কথা বলতে হবে ।"

sdf
sdf
author img

By

Published : Jun 1, 2020, 8:07 PM IST

মুম্বই : সিনেমা, সিরিয়াল, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার । আর সেই অনুযায়ী এবার সব বিধিনিষেধ মেনে শুরু হতে চলেছে একাধিক ছবির শুটিং । সেই তালিকায় রয়েছে অভিষেক বচ্চনের 'দা বিগ বুগ'। শোনা যাচ্ছে, জুলাই মাসেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং ।

এ প্রসঙ্গে ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত IANS-কে বলেন, "আমরা জুলাই থেকে ছবির শুটিং শুরু করতে চাইছি । কারণ এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে । সব বিধিনিষেধ মেনেই শুটিং শুরু করব । এছাড়া শুটিংয়ের তারিখ নিয়ে অভিনেতাদের সঙ্গেও কথা বলতে হবে ।"

গত বছর দিল্লিতে ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছিল । মুম্বইয়ের বাইরে ছবির শুটিং এখনও বাকি রয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন করা হয় আনন্দকে । উত্তরে তিনি বলেন, "শহরের বাইরে আর কোনও শুটিং বাকি নেই । তাই কোনও শুটিং বাতিলও করতে হবে না আমাদের । যেটুকু শুটিং বাকি রয়েছে তা পুরোটাই হবে মহারাষ্ট্রে ।"

গতকাল মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয় কনটেনমেন্ট জ়োনের বাইরে শুটিং শুরু করা যাবে জুন মাসে । তবে শুটিংয়ের ক্ষেত্রে প্রযোজনা সংস্থাকে মানতে হবে একাধিক বিধিনিষেধ । আর এই সংক্রান্ত 16 পাতার একটি নির্দেশিকাও প্রকাশ করা হয় সরকারের তরফে ।

আর সেই নির্দেশিকা মেনেই শুটিং শুরু করা হবে বলে জানিয়েছেন আনন্দ । বলেন, "সরকারি নির্দেশিকা মেনে শুটিংয়ের জায়গা স্যানিটাইজ় করব আমরা । এমনকী, ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীদের যাতে রোজ শুটিং স্পট থেকে যাতায়াত করতে না হয় সেই ব্যবস্থাও করব আমরা ।" ছবিটি পরিচালনা করছেন কুকি গুলাটি ।

মুম্বই : সিনেমা, সিরিয়াল, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার । আর সেই অনুযায়ী এবার সব বিধিনিষেধ মেনে শুরু হতে চলেছে একাধিক ছবির শুটিং । সেই তালিকায় রয়েছে অভিষেক বচ্চনের 'দা বিগ বুগ'। শোনা যাচ্ছে, জুলাই মাসেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং ।

এ প্রসঙ্গে ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত IANS-কে বলেন, "আমরা জুলাই থেকে ছবির শুটিং শুরু করতে চাইছি । কারণ এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে । সব বিধিনিষেধ মেনেই শুটিং শুরু করব । এছাড়া শুটিংয়ের তারিখ নিয়ে অভিনেতাদের সঙ্গেও কথা বলতে হবে ।"

গত বছর দিল্লিতে ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছিল । মুম্বইয়ের বাইরে ছবির শুটিং এখনও বাকি রয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন করা হয় আনন্দকে । উত্তরে তিনি বলেন, "শহরের বাইরে আর কোনও শুটিং বাকি নেই । তাই কোনও শুটিং বাতিলও করতে হবে না আমাদের । যেটুকু শুটিং বাকি রয়েছে তা পুরোটাই হবে মহারাষ্ট্রে ।"

গতকাল মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয় কনটেনমেন্ট জ়োনের বাইরে শুটিং শুরু করা যাবে জুন মাসে । তবে শুটিংয়ের ক্ষেত্রে প্রযোজনা সংস্থাকে মানতে হবে একাধিক বিধিনিষেধ । আর এই সংক্রান্ত 16 পাতার একটি নির্দেশিকাও প্রকাশ করা হয় সরকারের তরফে ।

আর সেই নির্দেশিকা মেনেই শুটিং শুরু করা হবে বলে জানিয়েছেন আনন্দ । বলেন, "সরকারি নির্দেশিকা মেনে শুটিংয়ের জায়গা স্যানিটাইজ় করব আমরা । এমনকী, ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীদের যাতে রোজ শুটিং স্পট থেকে যাতায়াত করতে না হয় সেই ব্যবস্থাও করব আমরা ।" ছবিটি পরিচালনা করছেন কুকি গুলাটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.