ETV Bharat / sitara

কোরোনা মুক্ত অভিষেক, ছাড়া পেলেন হাসপাতাল থেকে - অভিষেক বচ্চনের খবর

কোরোনা মুক্ত অভিষেক বচ্চন । 29 দিনের মাথায় ছাড়া পেলেন নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ।

Abhishek bachchan corona negative
Abhishek bachchan corona negative
author img

By

Published : Aug 8, 2020, 4:27 PM IST

মুম্বই : একা একা হাসপাতালে বসে দিন গুনছিলেন অভিষেক বচ্চন । কাছের মানুষের কাছে ফেরার জন্য ছটফট করছিলেন তিনি । অবশেষে এল সেই দিন । 29 দিনের মাথায় কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা ।

এই খবর অভিষেক নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । তাঁর লেখায় ফুটে উঠেছে বাড়ি ফেরার আনন্দ ।

বোল্ড অক্ষরে অভিষেক লিখেছেন, "আমি বলেছিলাম । ডিসচার্জ প্ল্যান : ইয়েস !! আজ বিকেলে আমার কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য ।"

এতদিন পর বাড়ি ফিরতে পেরেও খুব ভালো লেগেছে অভিষেকের, নতুন করে তা বলার অপেক্ষা রাখে না । তিনি লিখেছেন, "এতদিন পর বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে ।"

ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিষেক । দেখে নিন তাঁর পোস্ট..

মুম্বই : একা একা হাসপাতালে বসে দিন গুনছিলেন অভিষেক বচ্চন । কাছের মানুষের কাছে ফেরার জন্য ছটফট করছিলেন তিনি । অবশেষে এল সেই দিন । 29 দিনের মাথায় কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা ।

এই খবর অভিষেক নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । তাঁর লেখায় ফুটে উঠেছে বাড়ি ফেরার আনন্দ ।

বোল্ড অক্ষরে অভিষেক লিখেছেন, "আমি বলেছিলাম । ডিসচার্জ প্ল্যান : ইয়েস !! আজ বিকেলে আমার কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য ।"

এতদিন পর বাড়ি ফিরতে পেরেও খুব ভালো লেগেছে অভিষেকের, নতুন করে তা বলার অপেক্ষা রাখে না । তিনি লিখেছেন, "এতদিন পর বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে ।"

ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিষেক । দেখে নিন তাঁর পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.