কলকাতা : কলকাতায় আপকামিং ছবি 'বব বিশ্বাস'-এর শুটিং করছিলেন অভিষেক বচ্চন । প্রায় এক মাস ধরে কলকাতায় রয়েছেন তিনি । সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং । নির্মাতাদের তরফে আজ একথা ঘোষণা করা হয়েছে ।
সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবির আইকনিক চরিত্র বব বিশ্বাসকে নিয়েই আলাদা করে ছবি তৈরি করছেন তাঁর মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবি আসলে 'কাহানি'-র প্রিকুয়েল । অতি সাধারণ একজন মানুষের সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প বলবে এই ছবি ।
'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । জনপ্রিয় হয়েছিল তাঁর, "নমস্কার ! এক মিনিট দাঁড়ান" সংলাপটি । আর তার সঙ্গে তাঁর হাসিমুখে খুন করার পদ্ধতি ছিল অসাধারণ । আর এবার সেই আইকনিক চরিত্রকেই স্ক্রিনে ফুটিয়ে তুলবেন অভিষেক । একজন এলআইসি এজেন্ট বব বিশ্বাস কীভাবে সিরিয়াল কিলার হয়ে উঠল সেটাই তুলে ধরা হবে 'বব বিশ্বাস'-এ ।
ছবির শুটিং হয়েছে কলকাতায় । কোরোনা পরিস্থিতির আগেই শুটিং শুরু হয়েছিল । কিন্তু, পরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । এরপর পরিস্থিতি ঠিক হওয়ার পরই নভেম্বরে কলকাতায় শুটিংয়ের জন্য আসেন অভিষেক । এছাড়াও এই ছবিতে তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে ।
ছবিটি প্রযোজনা করেছে শাহরুখ খানের রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও সুজয় ঘোষের বাউন্ড স্ক্রিপ্ট প্রযোজনা সংস্থা । সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে ছবিটি ।
-
ABHISHEK BACHCHAN: 'BOB BISWAS’ SHOOT ENDS... Entire shoot of #BobBiswas - starring #AbhishekBachchan - was completed in a 43-day schedule in #Kolkata yesterday... Costars #ChitrangdaSingh... Directed by Diya Annapurna Ghosh... Produced by #GauriKhan, #SujoyGhosh, #GauravVerma. pic.twitter.com/MD3oXp1Sg3
— taran adarsh (@taran_adarsh) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ABHISHEK BACHCHAN: 'BOB BISWAS’ SHOOT ENDS... Entire shoot of #BobBiswas - starring #AbhishekBachchan - was completed in a 43-day schedule in #Kolkata yesterday... Costars #ChitrangdaSingh... Directed by Diya Annapurna Ghosh... Produced by #GauriKhan, #SujoyGhosh, #GauravVerma. pic.twitter.com/MD3oXp1Sg3
— taran adarsh (@taran_adarsh) December 10, 2020ABHISHEK BACHCHAN: 'BOB BISWAS’ SHOOT ENDS... Entire shoot of #BobBiswas - starring #AbhishekBachchan - was completed in a 43-day schedule in #Kolkata yesterday... Costars #ChitrangdaSingh... Directed by Diya Annapurna Ghosh... Produced by #GauriKhan, #SujoyGhosh, #GauravVerma. pic.twitter.com/MD3oXp1Sg3
— taran adarsh (@taran_adarsh) December 10, 2020
এছাড়াও 'বিগ বুল' ছবিতে দেখা যাবে অভিষেককে । ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি । তবে ছবি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি ।