ETV Bharat / sitara

'বব বিশ্বাস'-এর লুক দেখে দর্শকের প্রতিক্রিয়া, কী বললেন অভিষেক ? - Abhishek Bachchan praised for Bob Biswas

অভিষেক বচ্চনের 'বব বিশ্বাস' লুক বেশ পছন্দ হয়েছে দর্শকের । দর্শকের জন্যই তো সবকিছু । তাই তাঁদের ভালো লাগলে সেটা এক অন্যরকম অনুভূতি । অভিষেকও তাই আপ্লুত ।

Abhishek bachchan as Bob Biswas
Abhishek bachchan as Bob Biswas
author img

By

Published : Dec 1, 2020, 5:41 PM IST

মুম্বই : শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'বব বিশ্বাস' চরিত্রটি একটি আইকনিক চরিত্র হয়ে উঠেছিল । তাই শাশ্বতর জায়গায় অভিষেককে কতটা মানাবে সেই নিয়ে দর্শকের মধ্যে সংশয় ছিল । অভিষেকের ফার্স্ট লুক সামনে আসার পর সেই সংশয় ঘুচেছে । বব বিশ্বাস হিসেবে অভিনেতাকে পছন্দ হয়েছে দর্শকের । এই প্রসঙ্গে কী বললেন জুনিয়র বচ্চন ?

তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানালেন, "দর্শকের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা । চরিত্রকে যদি উপযুক্তভাবে সাজিয়ে তোলা যায়, তাহলে অর্ধেক কাজ ওখানেই শেষ হয়ে যায় ।"

'কাহানি'-র বব বেশ মোটাসোটা ছিল । শাশ্বতকে প্রস্থেটিক ভুঁড়ি পরতে হয়েছিল । তবে লকডাউনে অভিষেক নিজের ওজন বাড়িয়েছেন অনেকটা । এবার সেই ওজনকে মেন্টেন করাটা তাঁর জন্য বেশ কঠিন ছিল । করে দেখিয়েছেন তিনি ।

Abhishek bachchan as Bob Biswas
ছবি সৌজন্যে IANS

শাশ্বত 'কাহানি' ছবিতে ববের চরিত্রটি যে উচ্চতায় নিয়ে গেছিলেন, অভিষেক কি তা ধরে রাখতে পারবেন ? তা বোঝা যাবে ছবি মুক্তির পরই ।

পরিচালনায় নবাগতা পরিচালক অন্নপূর্ণা দিয়া ঘোষ । সম্পর্কে তিনি সুজয় ঘোষের মেয়ে । সুজয়ের পরিচালনায় 2012 সালে মুক্তি পেয়েছিল 'কাহানি' ।

মুম্বই : শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'বব বিশ্বাস' চরিত্রটি একটি আইকনিক চরিত্র হয়ে উঠেছিল । তাই শাশ্বতর জায়গায় অভিষেককে কতটা মানাবে সেই নিয়ে দর্শকের মধ্যে সংশয় ছিল । অভিষেকের ফার্স্ট লুক সামনে আসার পর সেই সংশয় ঘুচেছে । বব বিশ্বাস হিসেবে অভিনেতাকে পছন্দ হয়েছে দর্শকের । এই প্রসঙ্গে কী বললেন জুনিয়র বচ্চন ?

তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানালেন, "দর্শকের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা । চরিত্রকে যদি উপযুক্তভাবে সাজিয়ে তোলা যায়, তাহলে অর্ধেক কাজ ওখানেই শেষ হয়ে যায় ।"

'কাহানি'-র বব বেশ মোটাসোটা ছিল । শাশ্বতকে প্রস্থেটিক ভুঁড়ি পরতে হয়েছিল । তবে লকডাউনে অভিষেক নিজের ওজন বাড়িয়েছেন অনেকটা । এবার সেই ওজনকে মেন্টেন করাটা তাঁর জন্য বেশ কঠিন ছিল । করে দেখিয়েছেন তিনি ।

Abhishek bachchan as Bob Biswas
ছবি সৌজন্যে IANS

শাশ্বত 'কাহানি' ছবিতে ববের চরিত্রটি যে উচ্চতায় নিয়ে গেছিলেন, অভিষেক কি তা ধরে রাখতে পারবেন ? তা বোঝা যাবে ছবি মুক্তির পরই ।

পরিচালনায় নবাগতা পরিচালক অন্নপূর্ণা দিয়া ঘোষ । সম্পর্কে তিনি সুজয় ঘোষের মেয়ে । সুজয়ের পরিচালনায় 2012 সালে মুক্তি পেয়েছিল 'কাহানি' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.