ETV Bharat / sitara

অভয়ের তুলিতে এক নারীর অসমাপ্ত ছবি - অভয় দেওলের খবর

অভয় দেওলের তুলিতে ফুটে উঠল এক নারীর ছবি । মডার্ন, স্টাইলিশ, আত্মকেন্দ্রিক এক নারীকে ফুটিয়ে তুললেন অভিনেতা ।

Abhay Deol painting
Abhay Deol painting
author img

By

Published : Jan 31, 2021, 9:47 PM IST

মুম্বই : অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও পারদর্শী অভয় দেওল । মাঝেমধ্যেই রঙ-তুলি নিয়ে এক্সপেরিমেন্ট করতে বসেন তিনি ।

এবার অভয়ের তুলিতে ফুটে উঠল এক অসমাপ্ত ছবি । ছবিটিকে আদৌ শেষ করবেন কিনা তার কোনও ঠিক নেই । শিল্পী মানুষরা বোধহয় এমনই হয় । তাঁদের কল্পনা বোঝার সাধ্য় সবার হয় না ।

জলরঙে আঁকা এই ছবিতে দেখা যাচ্ছে হাতে আয়না ধরা এক নারী । অসমাপ্ত ছবিটি শেয়ার করে অভয় লিখেছেন, "আঁকার সঙ্গে আমার এক্সপেরিমেন্ট । এখনও শেষ হয়নি । শেষ করব কিনা তাও জানি না । তবুও সবার সঙ্গে শেয়ার করছি ।"

দেখে নিন অভয়ের আঁকা ছবি...

মুম্বই : অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও পারদর্শী অভয় দেওল । মাঝেমধ্যেই রঙ-তুলি নিয়ে এক্সপেরিমেন্ট করতে বসেন তিনি ।

এবার অভয়ের তুলিতে ফুটে উঠল এক অসমাপ্ত ছবি । ছবিটিকে আদৌ শেষ করবেন কিনা তার কোনও ঠিক নেই । শিল্পী মানুষরা বোধহয় এমনই হয় । তাঁদের কল্পনা বোঝার সাধ্য় সবার হয় না ।

জলরঙে আঁকা এই ছবিতে দেখা যাচ্ছে হাতে আয়না ধরা এক নারী । অসমাপ্ত ছবিটি শেয়ার করে অভয় লিখেছেন, "আঁকার সঙ্গে আমার এক্সপেরিমেন্ট । এখনও শেষ হয়নি । শেষ করব কিনা তাও জানি না । তবুও সবার সঙ্গে শেয়ার করছি ।"

দেখে নিন অভয়ের আঁকা ছবি...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.