ETV Bharat / sitara

HBD Aamir Khan: মিস্টার পারফেকশনিস্ট উপাধি পছন্দ নয়, বলেছিলেন আমির নিজেই - Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist

সবাই তাঁকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলতে ডাকতে পছন্দ করে ঠিকই তবে তিনি নিজে এই উপাধি পছন্দ করেন না একেবারেই ৷ জানিয়েছিলেন আমির খান নিজেই (Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist) ৷

aamir khan latest updates
মিস্টার পারফেকশনিস্ট উপাধি পছন্দ নয়, বলেছিলেন আমির নিজেই
author img

By

Published : Mar 14, 2022, 11:39 AM IST

হায়দরাবাদ, 14 মার্চ: আমির খান, তাঁকে সারা সিনেমার দুনিয়া 'মিস্টার পারফেকশনিস্ট' বলে ডাকে ঠিকই তবে তিনি নিজে কিন্তু নিজেকে এই নামে ডাকতে ভালবাসেন না কখনওই ৷ বরং নিজেকে দেওয়া তাঁর নিজের উপাধিটি হল 'মিস্টার প্য়াশনেট' (Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist) ৷ একবার অভিনেতা নিজেই জানিয়েছিলেন কেন তিনি 'মিস্টার পারফেকশনিস্ট' উপাধিটি সেভাবে পছন্দ করেন না ৷

aamir khan latest updates
আমিরের তিন দশকের এই সফল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক চিত্রনাট্য নির্বাচন

আমির জানিয়েছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট' ট্যাগটি তাঁর ওপর কোনও চাপ সৃষ্টি করে না ৷ কারণ তিনি এটিতে বিশ্বাসই করেন না ৷ তিনি বলেন, "এটা আমার ওপর চাপ করে না কারণ আমি এ ধরণের উপাধিতে বিশ্বাসই করি না ৷ এটা একটা ভুল উপাধি তাই আমার ওপর কোনও চাপ নেই ৷" তাঁর ভাবনাটি ব্যাখ্য়া করতে গিয়ে তিনি বলেন, "আমার মতে পারফেকশনের কোনও অস্তিত্ব নেই ৷ পারফেকশন বলে কোনও শব্দ হয় না ৷ বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে তো অবশ্য়ই নয় ৷ আমি বরং একজন আবেগপ্রবণ মানুষ ৷ আপনি তাই আমাকে পারফেকশনিস্ট না বলে প্যাশনেট বলে ডাকতে পারেন ৷"

aamir khan latest updates
নিজেকে দেওয়া আমিরের নিজের উপাধিটি হল 'মিস্টার প্য়াশনেট'

অভিনেতা পরিচালক বা প্রযোজক সমস্তক্ষেত্রেই আমির খানের ছবি মানে শুধু যে তথাকথিত 'কমার্শিয়াল হিট' ছবি নয় তা বলাই বাহুল্য ৷ বরং তাঁর প্রতিটি ছবিতেই থাকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ৷ লাগান (2001), গজনি (2008), 3 ইডিয়টস (2009), পিকে (2014), দঙ্গল (2016), সিক্রেট সুপারস্টার (2017) প্রতিটি ছবিতেই স্মরণীয় পারফরম্যান্স দিয়েছেন এই 57 বছর বয়সি সুপারস্টার ৷

aamir khan latest updates
সবাই তাঁকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলতে ডাকতে পছন্দ করে ঠিকই তবে তিনি নিজে এই উপাধি পছন্দ করেন না একেবারেই

আরও পড়ুন : কৃতির পোশাক বহনের দায়িত্ব নিয়ে ভাইরাল সিদ্ধার্থ

আমিরের তিন দশকের এই সফল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক চিত্রনাট্য নির্বাচন ৷ তিনি এমন একজন অভিনেতা যিনি কম ছবিতে অভিনয় করেন ঠিকই, কিন্তু এমন ছবিতেই অভিনয় করেন যার একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব রয়েছে ৷ তিনি একাধিকবার জানিয়েছেন ছবি থেকে তাঁর টাকার চাহিদা নেই ৷ তিনি দর্শকের চোখে এটাই দেখতে চান যে তাঁরা এটা গ্রহণ করেছেন এবং আনন্দ পেয়েছেন ৷ আপাতত তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে উৎসুক হয়ে আছেন সকলে ৷

aamir khan latest updates
আপাতত তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে উৎসুক হয়ে আছেন সকলে

হায়দরাবাদ, 14 মার্চ: আমির খান, তাঁকে সারা সিনেমার দুনিয়া 'মিস্টার পারফেকশনিস্ট' বলে ডাকে ঠিকই তবে তিনি নিজে কিন্তু নিজেকে এই নামে ডাকতে ভালবাসেন না কখনওই ৷ বরং নিজেকে দেওয়া তাঁর নিজের উপাধিটি হল 'মিস্টার প্য়াশনেট' (Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist) ৷ একবার অভিনেতা নিজেই জানিয়েছিলেন কেন তিনি 'মিস্টার পারফেকশনিস্ট' উপাধিটি সেভাবে পছন্দ করেন না ৷

aamir khan latest updates
আমিরের তিন দশকের এই সফল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক চিত্রনাট্য নির্বাচন

আমির জানিয়েছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট' ট্যাগটি তাঁর ওপর কোনও চাপ সৃষ্টি করে না ৷ কারণ তিনি এটিতে বিশ্বাসই করেন না ৷ তিনি বলেন, "এটা আমার ওপর চাপ করে না কারণ আমি এ ধরণের উপাধিতে বিশ্বাসই করি না ৷ এটা একটা ভুল উপাধি তাই আমার ওপর কোনও চাপ নেই ৷" তাঁর ভাবনাটি ব্যাখ্য়া করতে গিয়ে তিনি বলেন, "আমার মতে পারফেকশনের কোনও অস্তিত্ব নেই ৷ পারফেকশন বলে কোনও শব্দ হয় না ৷ বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে তো অবশ্য়ই নয় ৷ আমি বরং একজন আবেগপ্রবণ মানুষ ৷ আপনি তাই আমাকে পারফেকশনিস্ট না বলে প্যাশনেট বলে ডাকতে পারেন ৷"

aamir khan latest updates
নিজেকে দেওয়া আমিরের নিজের উপাধিটি হল 'মিস্টার প্য়াশনেট'

অভিনেতা পরিচালক বা প্রযোজক সমস্তক্ষেত্রেই আমির খানের ছবি মানে শুধু যে তথাকথিত 'কমার্শিয়াল হিট' ছবি নয় তা বলাই বাহুল্য ৷ বরং তাঁর প্রতিটি ছবিতেই থাকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ৷ লাগান (2001), গজনি (2008), 3 ইডিয়টস (2009), পিকে (2014), দঙ্গল (2016), সিক্রেট সুপারস্টার (2017) প্রতিটি ছবিতেই স্মরণীয় পারফরম্যান্স দিয়েছেন এই 57 বছর বয়সি সুপারস্টার ৷

aamir khan latest updates
সবাই তাঁকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলতে ডাকতে পছন্দ করে ঠিকই তবে তিনি নিজে এই উপাধি পছন্দ করেন না একেবারেই

আরও পড়ুন : কৃতির পোশাক বহনের দায়িত্ব নিয়ে ভাইরাল সিদ্ধার্থ

আমিরের তিন দশকের এই সফল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক চিত্রনাট্য নির্বাচন ৷ তিনি এমন একজন অভিনেতা যিনি কম ছবিতে অভিনয় করেন ঠিকই, কিন্তু এমন ছবিতেই অভিনয় করেন যার একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব রয়েছে ৷ তিনি একাধিকবার জানিয়েছেন ছবি থেকে তাঁর টাকার চাহিদা নেই ৷ তিনি দর্শকের চোখে এটাই দেখতে চান যে তাঁরা এটা গ্রহণ করেছেন এবং আনন্দ পেয়েছেন ৷ আপাতত তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে উৎসুক হয়ে আছেন সকলে ৷

aamir khan latest updates
আপাতত তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে উৎসুক হয়ে আছেন সকলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.