ETV Bharat / sitara

আমিরের পরের ছবিতে 100টি রিয়েল লোকেশন ! - বলিউড

আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'। সেই ছবির জন্য 100টি রিয়েল লোকেশনে শুটিং করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট।

Laal Singh Chaddha location
author img

By

Published : Sep 19, 2019, 11:20 PM IST

মুম্বই : এক একটা ছবিতে আমির খান এক একটা চমক দেন। কখনও তাঁর ওজন বেড়ে যায় একেবারে পালোয়ানের মতো, আবার কখনও তিনি চোখের পাতা একবারের জন্য না ফেলে পুরো ছবি শুট করেন। তাঁর পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'-তেও তেমনই এক চমক রয়েছে দর্শকের জন্য।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, 100টি রিয়েল লোকেশনে শুটিং করবেন আমির। তার মধ্যে দিল্লি, গুজরাট, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গুলুরুর মতো শহর রয়েছে। সারা দেশ এক্সপ্লোর করবেন তিনি এই ছবির শুটিংয়ে।

Laal Singh Chaddha location
সদাহাস্য...

এতগুলো রিয়েল লোকেশনে শুটিং করে আমির একটা রেকর্ড তৈরি করতে চলেছেন। দের মাস লাগবে শুধুমাত্র এই সমস্ত লোকেশন ফাইনাল করতেই। এমনও শোনা যাচ্ছে যে, এই ছবির জন্য 20 কিলো ওজন কমিয়েছেন অভিনেতা।

'লাল সিং চড্ডা' আসলে হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক। 1994 সালের সেই ছবিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস।

মুম্বই : এক একটা ছবিতে আমির খান এক একটা চমক দেন। কখনও তাঁর ওজন বেড়ে যায় একেবারে পালোয়ানের মতো, আবার কখনও তিনি চোখের পাতা একবারের জন্য না ফেলে পুরো ছবি শুট করেন। তাঁর পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'-তেও তেমনই এক চমক রয়েছে দর্শকের জন্য।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, 100টি রিয়েল লোকেশনে শুটিং করবেন আমির। তার মধ্যে দিল্লি, গুজরাট, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গুলুরুর মতো শহর রয়েছে। সারা দেশ এক্সপ্লোর করবেন তিনি এই ছবির শুটিংয়ে।

Laal Singh Chaddha location
সদাহাস্য...

এতগুলো রিয়েল লোকেশনে শুটিং করে আমির একটা রেকর্ড তৈরি করতে চলেছেন। দের মাস লাগবে শুধুমাত্র এই সমস্ত লোকেশন ফাইনাল করতেই। এমনও শোনা যাচ্ছে যে, এই ছবির জন্য 20 কিলো ওজন কমিয়েছেন অভিনেতা।

'লাল সিং চড্ডা' আসলে হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক। 1994 সালের সেই ছবিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস।

Intro:Body:

আমিরের পরের ছবিতে 100টি রিয়েল লোকেশন !



আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'। সেই ছবির জন্য 100টি রিয়েল লোকেশনে শুটিং করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট।



মুম্বই : এক একটা ছবিতে আমির খান এক একটা চমক দেন। কখনও তাঁর ওজন বেড়ে যায় একেবারে পালোয়ানের মতো, আবার কখনও তিনি চোখের পাতা একবারের জন্য না ফেলে পুরো ছবি শুট করেন। তাঁর পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'-তেও চমক রয়েছে দর্শকের জন্য।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, 100টি রিয়েল লোকেশনে শুটিং করবেন আমির। তার মধ্যে দিল্লি, গুজরাট, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গুলুরুর মতো শহর রয়েছে।



এতগুলো রিয়েল লোকেশনে শুটিং করে আমির একটা রেকর্ড তৈরি করতে চলেছেন। দের মাস লাগবে শুধুমাত্র এই লোকেশন ফাইনাল করতেই। এমনও শোনা যাচ্ছে যে, এই ছবির জন্য 20 কিলো ওজন কমিয়েছেন অভিনেতা।



'লাল সিং চড্ডা' হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক। 1994 সালের সেই ছবিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.