ETV Bharat / sitara

মাস্ক না পরে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলায় ট্রোলড আমির - aamir khan trolled

সম্প্রতি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল আমিরকে । কিন্তু, মাস্ক ছিল না কারও মুখেই । এমনকী, ক্রিকেট খেলার পর ওই মাঠে উপস্থিত সব বাচ্চার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে । আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়েন তিনি ।

asd
asd
author img

By

Published : Jan 8, 2021, 7:28 PM IST

মুম্বই : মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রোলড হন আমির খান । কখনও কোনও মন্তব্যকে কেন্দ্র করে আবার কখনও কোনও কাজের জন্য ট্রোলড হতে হয় তাঁকে । এবারও তার অন্যথা হল না ।

সম্প্রতি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল আমিরকে । কিন্তু, মাস্ক ছিল না কারও মুখেই । এমনকী, ক্রিকেট খেলার পর ওই মাঠে উপস্থিত সব বাচ্চার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে । সেই সময়ও কারও মুখেই মাস্ক ছিল না । আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নেটিজ়েনদের সমালোচনার শিকার হন তিনি ।

প্যানডেমিক পরিস্থিতির মধ্যে আমিরের বিরুদ্ধে এভাবে বাচ্চাদের সঙ্গে কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মেনে ছবি তোলার অভিযোগ তুলেছেন নেটিজ়েনরা ।

একজন লেখেন, "আমির খানের হয়তো এখন আর মাস্কের দরকার নেই । উনি হয়তো ভ্যাক্সিন নিয়ে নিয়েছেন ।" আরও একজন লেখেন, "দায়িত্বজ্ঞানহীন আমির সাহেব মাস্ক মাটিতে রেখেছিলেন ?" যাই হোক এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আমির ।

কাজের দিক থেকে এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে করিনা কাপুর খান, মোনা সিং ও বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক 'লাল সিং চাড্ডা'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে এবার অভিনয় করছেন আমির । ছবিটি পরিচালনা করছেন অদভিত চন্দন ।

মুম্বই : মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রোলড হন আমির খান । কখনও কোনও মন্তব্যকে কেন্দ্র করে আবার কখনও কোনও কাজের জন্য ট্রোলড হতে হয় তাঁকে । এবারও তার অন্যথা হল না ।

সম্প্রতি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল আমিরকে । কিন্তু, মাস্ক ছিল না কারও মুখেই । এমনকী, ক্রিকেট খেলার পর ওই মাঠে উপস্থিত সব বাচ্চার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে । সেই সময়ও কারও মুখেই মাস্ক ছিল না । আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নেটিজ়েনদের সমালোচনার শিকার হন তিনি ।

প্যানডেমিক পরিস্থিতির মধ্যে আমিরের বিরুদ্ধে এভাবে বাচ্চাদের সঙ্গে কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মেনে ছবি তোলার অভিযোগ তুলেছেন নেটিজ়েনরা ।

একজন লেখেন, "আমির খানের হয়তো এখন আর মাস্কের দরকার নেই । উনি হয়তো ভ্যাক্সিন নিয়ে নিয়েছেন ।" আরও একজন লেখেন, "দায়িত্বজ্ঞানহীন আমির সাহেব মাস্ক মাটিতে রেখেছিলেন ?" যাই হোক এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আমির ।

কাজের দিক থেকে এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে করিনা কাপুর খান, মোনা সিং ও বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক 'লাল সিং চাড্ডা'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে এবার অভিনয় করছেন আমির । ছবিটি পরিচালনা করছেন অদভিত চন্দন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.