ETV Bharat / sitara

"এই গল্পটা বলা প্রয়োজন ছিল", 'শিকারা' নিয়ে আমির - শিকারা

আজই মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'শিকারা'। ছবিটি দেখার পর সোশাল মিডিয়ায় পরিচালককে শুভেচ্ছা জানান আমির ।

ে্ি
ে্ি
author img

By

Published : Feb 7, 2020, 7:50 PM IST

মুম্বই : আজই মুক্তি পেয়েছে 'শিকারা'। ছবিটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমির খান । আর পরিচালক বিধু বিনোদ চোপড়াকে ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।

টুইট করে আমির লেখেন, "ছবির জন্য তোমাকে অনেক শুভেচ্ছা বিনোদ । ইতিহাসের এমন একটি ঘটনা ছবিতে তুলে ধরা হয়েছে যা বলা প্রয়োজন ছিল ।" বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন আমির । 'পিকে' ও '3 ইডিয়টস'।

  • Wishing you all the very best Vinod!
    Shikara is a film about one of the most tragic events in our recent history. A story that needs to be told. https://t.co/IjssVfrwus

    — Aamir Khan (@aamir_khan) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমিরের আগে এই ছবির রিভিউ দিয়েছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা । 4 ফেব্রুয়ারি ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন তিনি । এরপর ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে একটি ছবি তোলেন । সেই ছবি টুইটারে শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, "অসাধারণ ছবি 'শিকারা'। ধন্যবাদ বিধু বিনোদ চোপড়াকে এই ধরনের অসাধারণ একটি ছবি বানানোর জন্য । অসাধারণ গান আর সবার অভিনয়ও খুবই ভালো ।" বিধু বিনোদ চোপড়ার '1942 : আ লাভ স্টোরি' ও 'সঞ্জু'-তে কাজ করেছেন মনীষা ।

1989-এর শেষ থেকে 1990 সালের শুরু দিকে উপত্যকা ছাড়তে হয়েছিল বহু কাশ্মীরি পণ্ডিতকে । নিজের পৈত্রিক ভিটে ছেড়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছিলেন তাঁরা । সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁর ঘর-বাড়ি । রাতারাতি নিঃস্ব হয়ে যান তাঁরা । সেই কাহিনির উপর তৈরি এই ছবি । এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিল খান ও সাদিদা । 'শিকারা'-র মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁদের ।

কাজের দিক থেকে এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত আমির । সেখানে করিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : আজই মুক্তি পেয়েছে 'শিকারা'। ছবিটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমির খান । আর পরিচালক বিধু বিনোদ চোপড়াকে ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।

টুইট করে আমির লেখেন, "ছবির জন্য তোমাকে অনেক শুভেচ্ছা বিনোদ । ইতিহাসের এমন একটি ঘটনা ছবিতে তুলে ধরা হয়েছে যা বলা প্রয়োজন ছিল ।" বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন আমির । 'পিকে' ও '3 ইডিয়টস'।

  • Wishing you all the very best Vinod!
    Shikara is a film about one of the most tragic events in our recent history. A story that needs to be told. https://t.co/IjssVfrwus

    — Aamir Khan (@aamir_khan) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমিরের আগে এই ছবির রিভিউ দিয়েছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা । 4 ফেব্রুয়ারি ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন তিনি । এরপর ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে একটি ছবি তোলেন । সেই ছবি টুইটারে শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, "অসাধারণ ছবি 'শিকারা'। ধন্যবাদ বিধু বিনোদ চোপড়াকে এই ধরনের অসাধারণ একটি ছবি বানানোর জন্য । অসাধারণ গান আর সবার অভিনয়ও খুবই ভালো ।" বিধু বিনোদ চোপড়ার '1942 : আ লাভ স্টোরি' ও 'সঞ্জু'-তে কাজ করেছেন মনীষা ।

1989-এর শেষ থেকে 1990 সালের শুরু দিকে উপত্যকা ছাড়তে হয়েছিল বহু কাশ্মীরি পণ্ডিতকে । নিজের পৈত্রিক ভিটে ছেড়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছিলেন তাঁরা । সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁর ঘর-বাড়ি । রাতারাতি নিঃস্ব হয়ে যান তাঁরা । সেই কাহিনির উপর তৈরি এই ছবি । এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিল খান ও সাদিদা । 'শিকারা'-র মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁদের ।

কাজের দিক থেকে এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত আমির । সেখানে করিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.