ETV Bharat / sitara

মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে আমির - COVID 19

আজ টুইট করে আমির লেখেন, "অনেক স্বস্তির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । প্রার্থনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ।"

sdf
sdf
author img

By

Published : Jul 1, 2020, 8:02 PM IST

মুম্বই : অবশেষে একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেললেন আমির খান । তাঁর কোরোনার রিপোর্ট নেগেটিভ এসেছে । টুইট করে সেই খুশির খবর সবাইকে জানিয়েছেন অভিনেতা ।

আজ টুইট করে আমির লেখেন, "অনেক স্বস্তির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । প্রার্থনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ।"

  • Hello everyone, I am most relieved to inform everyone that Ammi is Covid 19 negative.
    Thank you everyone for your prayers and good wishes 🙏
    Love.
    a.

    — Aamir Khan (@aamir_khan) July 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন আমিরের এক কর্মচারী । সেই খবরও সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "আমার কয়েকজন স্টাফের কোরোনা ধরা পড়েছে । ওদের সঙ্গে সঙ্গে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । BMC আধিকারিকরা এ বিষয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ করেছেন । তার জন্য আমি BMC-কে ধন্যবাদ জানাচ্ছি ।"

তবে মা জ়িনাত হুসেনকে নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা । লিখেছিলেন, "আমাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে । এখন মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি । দয়া করে প্রার্থনা করুন যে, মায়ের রিপোর্ট নেগেটিভ আসে ।" এরপরই তাঁর মায়ের কোরোনা পরীক্ষা করা হয় । যার রিপোর্ট নেগেটিভ আসে । আর রিপোর্ট দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন আমির ।

তবে শুধু BMC-কেই নয় । কোকিলাবেন হাসপাতালের সব কর্মীকেও ধন্যবাদ জানান আমির । লেখেন, "কোকিলাবেন হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মচারীকে অনেক ধন্যবাদ ।"

লকডাউনের আগে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আমির । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । খুব তাড়াতাড়ি ফের শুটিং শুরু করা হবে বলে অনুমান ।

মুম্বই : অবশেষে একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেললেন আমির খান । তাঁর কোরোনার রিপোর্ট নেগেটিভ এসেছে । টুইট করে সেই খুশির খবর সবাইকে জানিয়েছেন অভিনেতা ।

আজ টুইট করে আমির লেখেন, "অনেক স্বস্তির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে মায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । প্রার্থনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ।"

  • Hello everyone, I am most relieved to inform everyone that Ammi is Covid 19 negative.
    Thank you everyone for your prayers and good wishes 🙏
    Love.
    a.

    — Aamir Khan (@aamir_khan) July 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন আমিরের এক কর্মচারী । সেই খবরও সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "আমার কয়েকজন স্টাফের কোরোনা ধরা পড়েছে । ওদের সঙ্গে সঙ্গে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । BMC আধিকারিকরা এ বিষয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ করেছেন । তার জন্য আমি BMC-কে ধন্যবাদ জানাচ্ছি ।"

তবে মা জ়িনাত হুসেনকে নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা । লিখেছিলেন, "আমাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে । এখন মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি । দয়া করে প্রার্থনা করুন যে, মায়ের রিপোর্ট নেগেটিভ আসে ।" এরপরই তাঁর মায়ের কোরোনা পরীক্ষা করা হয় । যার রিপোর্ট নেগেটিভ আসে । আর রিপোর্ট দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন আমির ।

তবে শুধু BMC-কেই নয় । কোকিলাবেন হাসপাতালের সব কর্মীকেও ধন্যবাদ জানান আমির । লেখেন, "কোকিলাবেন হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মচারীকে অনেক ধন্যবাদ ।"

লকডাউনের আগে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আমির । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । খুব তাড়াতাড়ি ফের শুটিং শুরু করা হবে বলে অনুমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.