মুম্বই : 25 বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। তবে আজও অটুট রয়েছে এই ছবির ক্যারিশ্মা । দর্শকদের কাছে এখনও পুরোনো হয়নি এই ছবি । একথা মনে করেন স্বয়ং আমির খানও ।
'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-র 25 বছর উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন আমির । সেখানে তিনি লেখেন, "একজন নায়ক তার বিবেককে আবিষ্কার করে, একজন নায়িকা তার কণ্ঠস্বর খুঁজে পায়, একজন ভিলেনের মন পরিবর্তন হয়...DDLJ আমাদের প্রভাবিত করে । 25 বছর ধরে এই ছবি গোটা বিশ্বকে আনন্দ দিয়ে যাচ্ছে । ধন্যবাদ আদি, কাজল, শাহরুখ আর গোটা DDLJ টিমকে ।"
- — Aamir Khan (@aamir_khan) October 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Aamir Khan (@aamir_khan) October 20, 2020
">— Aamir Khan (@aamir_khan) October 20, 2020
গতকাল মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত 'লুডো'-র ট্রেলার । এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, সান্যা মালহোত্র সহ আরও অনেকে । চারজন মানুষের আলাদা চারটে জীবন । কিন্তু, কোথাও গিয়ে যেন মিলে যায় তাদের পথ । গুলির আওয়াজ, কিডন্যাপিং, অ্যাকশন এই সবকিছুর মধ্যে দিয়ে টানটান গতিতে এগোবে 'লুডো'-র গল্প ।
ট্রেলার দেখে খুবই খুশি হন আমির খান । টুইটারে ট্রেলারের ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, "অসাধারণ ট্রেলার !!! বসু দারুণ হয়েছে ! গোটা টিমকে শুভেচ্ছা ! ছবিটা দেখার অপেক্ষা করছি । কতদিন অপেক্ষা করতে হবে ? বসু কেন তুমি ইন্ডাস্ট্রির কয়েকজনের জন্য ভার্চুয়াল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলে না ?"
কাজের দিক থেকে আপাতত 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আমির । সব ঠিক থাকলে 2021-এর ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি ।