মুম্বই : স্ক্রিপ্ট রাইটারদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সিনেস্তান ডিজিটালের তরফে । সম্প্রতি বিজেতার নাম ঘোষণা করা হয় অনলাইনে । তবে যাঁরা জিততে পারেননি তাঁদের মন খারাপ করতে বারণ করেছেন আমির খান ।
'সিনেস্তান ইন্ডিয়াজ় স্টোরিটেলার্স স্ক্রিপ্ট কনটেস্ট' নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় । যেখানে বিজেতা হিসেবে পাঁচজনকে বেছে নেন আমির খান, রাজকুমার হিরানি, অঞ্জুম রাজাবলি ও জুহি চতুর্বেদী । ডিজিটালে বিজেতাদের নাম ঘোষণা করেন তাঁরা ।
বিজেতাদের নাম ঘোষণার সময় একটি ভিডিয়োতে আমির বলেন, "লকডাউনের জেরে ডিজিটালে এভাবে বিজেতাদের নাম ঘোষণা করতে হচ্ছে । এতে খুবই খারাপ লাগছে । প্রথম পাঁচে যাঁরা আসতে পারেননি তাঁরা মন খারাপ করবেন না । স্ক্রিপ্ট রাইটারদের সব সময় লেখা চালিয়ে যাওয়া উচিত । আর এই সময় আরও বেশি গুরুত্ব নিয়ে লেখালেখি করা দরকার । কারণ সব পরিচালকেরই ভালো স্ক্রিপ্ট প্রয়োজন ।"
প্রথম পুরস্কার হিসেবে 25 লাখ টাকা জিতে নেন ক্যালিফোর্নিয়ার সেজল পাচিসিয়া । তাঁর গল্পের নাম ছিল 'অন দা বাউন্ডারি'। জুরি সদস্যদেরও পছন্দ হয় তাঁর গল্প ।
সিনেস্তান ডিজিটালের চেয়ারম্যান রোহিত খাট্টার বলেন, "বিজেতাদের শুভেচ্ছা জানাই । আর তাঁরা যাতে জীবনে আরও সাফল্য পান সেই প্রার্থনা করি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আমির । দেশের একাধিক শহরে চলছিল শুটিং । কিন্তু, লকডাউনের জেরে আপাতত বন্ধ রয়েছে শুটিংয়ের কাজ । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি ।