মুম্বই : বরাবর নিজের ব্যক্তিগত জীবনকে প্রায়োরিটি দিয়ে এসেছেন আমির খান । শুটিং ফ্লোর আর বাড়ি ছাড়া তাঁকে সেভাবে কোথাও দেখাও যায় না । মিডিয়ার লাইমলাইটের হাতছানি তাঁকে ছুঁতে পারে না । আর এবার মোবাইলটাও চিরতরে বন্ধ করে দিচ্ছেন আমির ।
মোবাইলের প্রতি আমিরের আসক্তি নাকি বাড়ছিল দিন দিন । কাজ আর ব্যক্তিগত জীবনে তার প্রভাব পড়ছিল । তাই এবার এই মুঠোফোনের হাত থেকে নিস্তার চান অভিনেতা । পুরোনো দিনে মানুষ যেভাবে জীবনযাপন করত, আমির এবার সেই পথেই হাঁটবেন ।
'লাল সিং চড্ডা'-র কিছু শিডিউল বাকি এখনও । সেগুলো শেষ করে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজে হাত দেবেন আমির । পরিচালক অদ্ভৈত চন্দনের সঙ্গে তিনি থাকবেন প্রতি মুহূর্তে । মোবাইল অন রাখলে মনঃসংযোগে বিঘ্ন ঘটতে পারে অভিনেতার ।
তাহলে কোনও প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ কী করে করবে মানুষ ? IANS সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে আমিরের কাছে পৌঁছতে গেলে তাঁর ম্য়ানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে । এমনকি সোশাল মিডিয়ার পাতাও আর নিজের হ্যান্ডল করবেন না মিস্টার পারফেকশনিস্ট খান ।