ETV Bharat / sitara

সিদ্ধান্ত বদলে 'মোগুল'-এ সুভাষ কাপুরের সঙ্গে কাজ করছেন আমির - will work together

গত বছর সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা থাকায় তাঁর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান । তবে সম্প্রতি তাঁর সঙ্গে 'মোগুল' ছবিতে কাজ করবেন বলে জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট ।

আমির খান
author img

By

Published : Sep 10, 2019, 9:19 AM IST

মুম্বই : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে শিগগিরিই নতুন প্রজেক্টের সঙ্গে কাজ করতে দেখা যাবে । গুলশান কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য গত বছর না করে দেওয়ার পরও তিনি ফিরে এসেছেন । এই বার্তা দিয়ে ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ টুইট করেছেন ।

তরণ লেখেন, "এটা অফিশিয়াল... আমির খান তাঁর সিদ্ধান্তকে উলটে দিয়েছেন... সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার... গুলশন কুমার বায়োপিকে আমির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ।"

  • IT'S OFFICIAL... Aamir Khan reverses his decision... Decides to work with director Subhash Kapoor in #Mogul... The Gulshan Kumar biopic will star Aamir in central role.

    — taran adarsh (@taran_adarsh) September 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক সুভাষ কাপুর গত বছর একটি যৌন হেনস্থার মামলায় জড়িত ছিলেন । সে কারণে ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির ।

2018 সালের অক্টোবরে আমির খান কিরণ রাওয়ের সঙ্গে টুইটারে একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন । তিনি লেখেন, "আমির খান প্রোডাকশনে আমরা যৌন দুর্বৃত্ততা ও কোনও ধরনের খারাপ আচরণ সহ্য করি না ।"

তিনি আরও লেখেন, "আমরা যার সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছিলাম, তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে । এরকম মামলায় জড়িত কারও বিরুদ্ধে কোনও তদন্ত না করেই আমরা এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ।"

তবে বর্তমানে আমির খান পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন । ছবি মুক্তির তারিখ ও পুরো কাস্ট এখনও ঘোষণা করা হয়নি ।

মুম্বই : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে শিগগিরিই নতুন প্রজেক্টের সঙ্গে কাজ করতে দেখা যাবে । গুলশান কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য গত বছর না করে দেওয়ার পরও তিনি ফিরে এসেছেন । এই বার্তা দিয়ে ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ টুইট করেছেন ।

তরণ লেখেন, "এটা অফিশিয়াল... আমির খান তাঁর সিদ্ধান্তকে উলটে দিয়েছেন... সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার... গুলশন কুমার বায়োপিকে আমির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ।"

  • IT'S OFFICIAL... Aamir Khan reverses his decision... Decides to work with director Subhash Kapoor in #Mogul... The Gulshan Kumar biopic will star Aamir in central role.

    — taran adarsh (@taran_adarsh) September 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক সুভাষ কাপুর গত বছর একটি যৌন হেনস্থার মামলায় জড়িত ছিলেন । সে কারণে ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির ।

2018 সালের অক্টোবরে আমির খান কিরণ রাওয়ের সঙ্গে টুইটারে একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন । তিনি লেখেন, "আমির খান প্রোডাকশনে আমরা যৌন দুর্বৃত্ততা ও কোনও ধরনের খারাপ আচরণ সহ্য করি না ।"

তিনি আরও লেখেন, "আমরা যার সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছিলাম, তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে । এরকম মামলায় জড়িত কারও বিরুদ্ধে কোনও তদন্ত না করেই আমরা এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ।"

তবে বর্তমানে আমির খান পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন । ছবি মুক্তির তারিখ ও পুরো কাস্ট এখনও ঘোষণা করা হয়নি ।

Intro:Body:

Aamir Khan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.