মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকি । সম্পর্কে ইতি টানতে ডিভোর্স ফাইলও করেছেন । তবে প্রায় পাঁচ বছর ধরেই আলাদা থাকেন দম্পতি । অথচ কেউ টের পায়নি সেই খবর ।
আলিয়া জানালেন, "আমি 15 দিন আগে নওয়াজ়কে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি । তবে এটা কেউ জানে না যে, আমরা প্রায় 5 বছর ধরে আলাদা রয়েছি । নওয়াজ় বেশিরভাগ সময় ওর ইয়ারি রোডের অফিসেই থাকত । তবে মাঝেমধ্য় আমাদের সঙ্গে দেখা করতে আসত বলে সবাই মনে করত যে, আমরা একসঙ্গে থাকি ।"
তাই নওয়াজ় আর আলিয়ার অশান্তির খবর শুনে খুব শকড বি-টাউনের সদস্যরা । আলিয়া বললেন, "ও মাঝেমধ্যে বাড়িতে আসত দেখা করতে । আর তাই মানুষ ধরে নিয়েছিল আমাদের মধ্য সবকিছু স্বাভাবিক রয়েছে, আমরা সুখী আছি ।"
আলিয়া শুধু নওয়াজ়ের বিরুদ্ধে নয়, তাঁর পরিবারের বিরুদ্ধেও কিছু সিরিয়াস অভিযোগ এনেছেন । তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলেও জানিয়েছেন । তবে এখনও নওয়াজ়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আজই মুক্তি পেয়েছে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি আর অনুরাগ কাশ্যপ অভিনীত 'ঘুমকেতু' । জ়ি ফাইভে মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ পছন্দ করেছেন দর্শক ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">