ETV Bharat / sitara

আমার কোনও আকাঙ্ক্ষা নেই, তবে যাই করি উপভোগ করতে চাই : তব্বু - Film offer

তব্বু বলেন, "আমার কোনও পরিকল্পনা নেই । আমার তেমন কোনও আকাঙ্ক্ষা নেই তবে আমি যা করছি তা উপভোগ করতে চাই ।"

তব্বু
author img

By

Published : Sep 2, 2019, 6:30 PM IST

মুম্বই : বর্ষীয়ান অভিনেত্রী তব্বু জানান যে, তাঁর কোনও আকাঙ্ক্ষা নেই তবে তিনি যা করেন তা উপভোগ করতে চান ।

তব্বু IANS-কে বলেন, "আমার কোনও পরিকল্পনা নেই । আমার তেমন কোনও আকাঙ্ক্ষা নেই তবে আমি যা করছি তা উপভোগ করতে চাই । যখন কোনও ছবির অফার আমার কাছে আসে তখন আমি ছবির জনরা দেখি না বা আমি কী করছি দেখি না । কিন্তু এটির আমাকে উত্তেজিত করা উচিত । এটির আমাকে ব্যস্ত রাখা উচিত । তবেই তা আমার জন্য অনুপ্রেরণামূলক হয়ে ওঠে ।"

47 বছর বয়সী এই অভিনেত্রীকে এরপর দেখা যাবে 'জওয়ানি জানেমন' ছবিতে । তাঁর সঙ্গে দেখা যাবে সেইফ আলি খানকে । অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়ার ডেবিউ ছবি এটি । নীতিন কক্করের পরিচালনায় ছবিতে বাবা-মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে ।

1982 সালে 'বাজ়ার' ছবিতে প্রথম ক্য়ামেরার সামনে দেখা যায় তব্বুকে । কিন্তু 'হম নজওয়ান'-এ দেব আনন্দের মেয়ের অভিনয় করে নজরে পড়েন সকলের । তব্বু বলিউডে হিরোয়িন হিসেবে ডেবিউ করেন 1994 সালে 'পেহলা পেহলা প্যায়ার' ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করে ।

মুম্বই : বর্ষীয়ান অভিনেত্রী তব্বু জানান যে, তাঁর কোনও আকাঙ্ক্ষা নেই তবে তিনি যা করেন তা উপভোগ করতে চান ।

তব্বু IANS-কে বলেন, "আমার কোনও পরিকল্পনা নেই । আমার তেমন কোনও আকাঙ্ক্ষা নেই তবে আমি যা করছি তা উপভোগ করতে চাই । যখন কোনও ছবির অফার আমার কাছে আসে তখন আমি ছবির জনরা দেখি না বা আমি কী করছি দেখি না । কিন্তু এটির আমাকে উত্তেজিত করা উচিত । এটির আমাকে ব্যস্ত রাখা উচিত । তবেই তা আমার জন্য অনুপ্রেরণামূলক হয়ে ওঠে ।"

47 বছর বয়সী এই অভিনেত্রীকে এরপর দেখা যাবে 'জওয়ানি জানেমন' ছবিতে । তাঁর সঙ্গে দেখা যাবে সেইফ আলি খানকে । অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়ার ডেবিউ ছবি এটি । নীতিন কক্করের পরিচালনায় ছবিতে বাবা-মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে ।

1982 সালে 'বাজ়ার' ছবিতে প্রথম ক্য়ামেরার সামনে দেখা যায় তব্বুকে । কিন্তু 'হম নজওয়ান'-এ দেব আনন্দের মেয়ের অভিনয় করে নজরে পড়েন সকলের । তব্বু বলিউডে হিরোয়িন হিসেবে ডেবিউ করেন 1994 সালে 'পেহলা পেহলা প্যায়ার' ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করে ।

Intro:Body:

Tabu


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.