ETV Bharat / sitara

29 বছরে শাহরুখ-গৌরির দাম্পত্যজীবন - শাহরুখ খানের খবর

দেখতে দেখতে একসঙ্গে বিবাহিত জীবনের 29 টা বছর পার করলেন শাহরুখ খান ও গৌরি খান । সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেন নেটিজেনরা ।

Shah Rukh Khan wedding anniversary
Shah Rukh Khan wedding anniversary
author img

By

Published : Oct 25, 2020, 7:43 AM IST

মুম্বই : শাহরুখ-গৌরির বিয়ে হওয়াটা কোনও সিনেমার থেকে কম রোমাঞ্চকর ছিল না । পুরো সিনেমার নায়কের মতো গৌরিকে জয় করে নিয়েছিলেন শাহরুখ । পরিবারের আপত্তির বিরুদ্ধে গিয়ে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা । ভুল যে করেননি সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না ।

বি-টাউনের অন্যতম সুখী ও চর্চিত দম্পতি শাহরুখ-গৌরি । যদিও উপরটা দেখে কখনই ভিতরটা আন্দাজ করা যায় না, তবুও শাহরুখ-গৌরি যেভাবে নিজেদের সংসারজীবনকে সেলিব্রেট করে এসেছেন তা তারিফযোগ্য । তিন সন্তানকে সামলে এখনও একে অপরের জন্য সময় বের করে নেন তাঁরা, সময় কাটান একান্তে ।

এতগুলো বছর ধরে নিজেদের প্রেমকে জিইয়ে রেখেছেন এই দম্পতি । আজ থেকে 29 বছর আগে এদিনেই চার হাত এক হয়েছিল । আজও সেই হাত একে অপরকে শক্ত করে ধরে আছে । প্রিয় অভিনেতার বিবাহবার্ষিকীতে ফ্যানেরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশাল মিডিয়া ।

সবাই যেন তাঁদের মতো হতে চায়, তাঁদের মতো করে যোগ্য জীবনসঙ্গীকে খুঁজে পেতে চায় । অসংখ্য শুভেচ্ছাবার্তার মধ্যে কয়েকটি দেখে নেওয়া যাক...

Shah Rukh Khan wedding anniversary
সৌজন্যে টুইটার

শাহরুখ খান আর গৌরি খানকে বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

মুম্বই : শাহরুখ-গৌরির বিয়ে হওয়াটা কোনও সিনেমার থেকে কম রোমাঞ্চকর ছিল না । পুরো সিনেমার নায়কের মতো গৌরিকে জয় করে নিয়েছিলেন শাহরুখ । পরিবারের আপত্তির বিরুদ্ধে গিয়ে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা । ভুল যে করেননি সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না ।

বি-টাউনের অন্যতম সুখী ও চর্চিত দম্পতি শাহরুখ-গৌরি । যদিও উপরটা দেখে কখনই ভিতরটা আন্দাজ করা যায় না, তবুও শাহরুখ-গৌরি যেভাবে নিজেদের সংসারজীবনকে সেলিব্রেট করে এসেছেন তা তারিফযোগ্য । তিন সন্তানকে সামলে এখনও একে অপরের জন্য সময় বের করে নেন তাঁরা, সময় কাটান একান্তে ।

এতগুলো বছর ধরে নিজেদের প্রেমকে জিইয়ে রেখেছেন এই দম্পতি । আজ থেকে 29 বছর আগে এদিনেই চার হাত এক হয়েছিল । আজও সেই হাত একে অপরকে শক্ত করে ধরে আছে । প্রিয় অভিনেতার বিবাহবার্ষিকীতে ফ্যানেরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশাল মিডিয়া ।

সবাই যেন তাঁদের মতো হতে চায়, তাঁদের মতো করে যোগ্য জীবনসঙ্গীকে খুঁজে পেতে চায় । অসংখ্য শুভেচ্ছাবার্তার মধ্যে কয়েকটি দেখে নেওয়া যাক...

Shah Rukh Khan wedding anniversary
সৌজন্যে টুইটার

শাহরুখ খান আর গৌরি খানকে বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.