মুম্বই : দাদর সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নিয়েছে মুম্বইবাসী । এই কর্মসূচির 100 তম সপ্তাহ উদযাপনের জন্য মুম্বইবাসীদের সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী ঈশা গুপ্তা ।
একটি কালো রঙের ক্যাজ়ুয়াল আউটফিটে দেখা গেছে অভিনেত্রীকে । নভেলি দেশমুখের সঙ্গে 'জন্নত ২'-র অভিনেত্রীকে দেখা যায় সৈকত পরিষ্কার করতে । তাঁরা যুব সমাজের প্রশংসাও করেন এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য ।
ঈশা বলেন, "আমি এখানে অনেক যুবক-যুবতিদের দেখতে পাচ্ছি । মানুষ যে পৃথিবীর ভালোটা বুঝছে এটা দেখে ভালো লাগছে । আমাদেরই এটি পরিষ্কার রাখতে হবে । শুধু মুম্বই নয়, পুরো পৃথিবীটাকেই পরিষ্কার রাখতে হবে । আমার দেখে ভালো লাগছে যে, মিডিয়া কভারেজের জন্য মানুষ এখানে আসেনি । তারা পরিবেশ ও পৃথিবীর প্রতি উদ্বেগের জন্য এসেছে ।"
চেন্নাইতে জলের যে সংকট চলছে তার প্রসঙ্গ টেনে বলেন, "যারা এসব উপেক্ষা করে, তাদের ও তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভুলে যাওয়া উচিত । কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে মুম্বইতে আমাদের সৈকত পরিষ্কার করতে হচ্ছে আর চেন্নাইতে জলের সংকট দেখা দিয়েছে ।"
ঈশাকে শেষ 'ওয়ান ডে : জাসটিস ডেলিভারড'-এ দেখা গেছে । তাঁকে পরবর্তী ছবি 'দেসি ম্যাজিক' । ছবিটি 6 সেপ্টেম্বর মুক্তি পাবে ।